Sujan Chakraborty kheyadaha

সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল খেয়াদহে

রাজ্য জেলা

দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গঠনের দাবিতে রাজ্য জুড়ে প্রতিটা জেলার ব্লকে ব্লকে মিছিলের ডাক দেওয়া হয়েছে রাজ্য সিপিআই(এম) এর পক্ষ থেকে। রাজ্য নেতৃত্বের সেই আহ্বানকে সামনে রেখে শনিবার দক্ষিণ ২৪ পরগনার খেয়াদহ ২ অঞ্চলে পদযাত্রায় অংশ নিলেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা।মিছিলের নেতৃত্ব দেন সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য অনির্বাণ ভট্টাচার্য, দীপঙ্কর শীল সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের মিছিলে বহু সাধারণ মানুষজনও অংশ নেন। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মিছিল থেকে সোচ্চার হন তারা। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন