কর্ণেল সোফিয়া কুরেশিকে নিয়ে করা মন্তব্যের জেরে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে পড়লেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। তিনি প্রকাশ্য সভা থেকে ভারতীয় সেনার এই আধিকারিককে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে কটাক্ষ করেছিলেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় সমালোচনা। মধ্যপ্রদেশ হাইকোর্টের পক্ষ থেকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে সুপ্রিম কোর্টে যান বিজেপি মন্ত্রী। শীর্ষ আদালতের কাছে আবেদন জানান হাইকোর্টের রায় খারিজ করার জন্য।
এদিন প্রধান বিচারপতি গাভাইয়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। প্রধান বিচারপতি বলেন, ‘‘সাংবিদানিক পদে থাকা একজন ব্যাক্তির অত্যন্ত দায়িত্বশীল আচরন করা প্রয়োজন। তিনি সেই কাজ না করে কি ধরনের মন্তব্য করছেন? একজন মন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায়?’’
মন্ত্রীর আইনজীবীর পক্ষ থেকে শীর্ষ আদালতে বলা হয়, এই মন্তব্যের জন্য মন্ত্রী ক্ষমতা চেয়েছেন। তার কথার অপব্যাখ্যা করা হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম তার মন্তব্যকে বিকৃত করেছে। পাল্টা প্রধান বিচারপতি বলেন, ‘‘মন্ত্রীর করা সব কথা শোনা গিয়েছে। দেশ যখন একটি সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তিনি এই ধরনের মন্তব্য করছেন।’’
তবে এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের ওপর কোন স্থগিতাদেশ দেওয়া হয়নি। শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ ১৬ মে ফের এই মামলার শুনানি হবে।
বিজয় শাহ প্রকাশ্যে সভা থেকে মন্তব্য করেন যে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের জন্য কাজ করছেন। যারা পহেলগামে আমাদের বোনদের মাথার সিঁদুর মুছে দিল। নরেন্দ্র মোদীর তাদেরই বোনকে পাঠিয়েছে তাদের শেষ করে দিতে।’’
তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হলে সেই এফআইআর হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে। পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করে আদালত। আদালতের পক্ষ থেকে বলা হয় এফআইআর অত্যন্ত লঘু ভাবে তৈরি করা হয়েছে। হাইকোর্টের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয় নতুন করে এফআইআর তৈরি করার জন্য।
Comments :0