Rape Threat to Doctor

উলুবেড়িয়ার হাসপাতালে ডাক্তারকে ধর্ষণের হুমকি, মারধর হোমগার্ডের , কাল বিক্ষোভ

জেলা

হুমকি দেওয়া হয়েছে ধর্ষণের। চলেছে হেনস্তা। ট্রাফিক পুলিশের এক হোমগার্ডের বিরুদ্ধে এই অভিযোগ জানালেন হাওড়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতালের এক মহিলা জুনিয়র ডাক্তার। 
ঘটনার প্রতিবাদে বুধবার সকাল এগারোটায় প্রতিবাদের ডাক দিয়েছে চিকিৎসক মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স। 
ওই চিকিৎসকের অভিযোগ, ওই হোমগার্ড তার এক পরিচিতকে এনে দিয়েছে হুমকি। চিকিৎসকের অভিযোগের জেরে এই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উলুবেড়িয়ায় হাসপাতাল চত্বরেই হেনস্তা এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে চিকিৎসক অভিযোগ জানিয়েছেন। 
পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল অস্থায়ী হোমগার্ড সেখ বাবুলাল (৩২) ও তার সঙ্গী সেখ হাসিবুর (৩৫) ওরফে কুচি। দুই অভিযুক্তের বাড়ি উলুবেড়িয়া থানা এলাকার সিজবেড়িয়া। অস্থায়ী হোমগার্ড সেখ বাবুলাল উলুবেড়িয়া পৌরসভার ২৬ নং ওয়ার্ডের তৃণমূলের প্রতিষ্ঠিত নেতা। আক্রান্ত মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতদের বিরুদ্ধে পুলিশ বিএনএস ১২১(১), ১৩২, ৭৯, ৩৫১ (২) ,৩(৫) ধারায় মামলা রুজু করেছে। 
ধৃতদের মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন উলুবেড়িয়া কোর্টে আক্রান্ত মহিলা চিকিৎসকের গোপন জবানবন্দি নেওয়া হয়। মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের হেনস্তার ঘটনায় উলুবেড়িয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় আরো একটি অভিযোগ দায়ের করা হয় বলে জানান কলেজের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল তথা মেডিকেল সুপার সুবীর মজুমদার। তিনি বলেন, ঘটনায় পর আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।
আক্রান্ত মহিলা চিকিৎসক জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ  এক প্রসূতিকে অ্যান্টি ন্যাটাল ওয়ার্ডে পরীক্ষা করছিলাম। সেই সময় রোগীর আত্মীয়রা আমার সাথে বচসা শুরু করে দেয়। এবং নিজেকে পুলিশের বড় অফিসার ও বড় নেতা পরিচয় দেয়। আমাকে ব্যাপক গালিগালাজ শুরু করে দেয়। আমি বাইরে বেরোলে বেঁচে ফিরব না সেই হুমকিও দেয়। আমার শরীরের রড ঢুকিয়ে দেবে হুমকি দেয় তারা। আমার হাত মুচড়ে দেয় এবং ঘাড়ে আঘাত করে। সেই সময় হাসপাতালের অন্যান্য কর্মীরা এসে আমাকে উদ্ধার করে। আমি ওয়ার্ড মাস্টারের ঘরে চলে যাই। এমত অবস্থায় আমি নিরাপত্তার অভাব বোধ করছি। 
হেনস্তার শিকার মহিলা চিকিৎসক উলুবেড়িয়ার থানায় দায়ের করেন অভিযোগ।

Comments :0

Login to leave a comment