২০২১‘র ফেব্রুয়ারির পর অপরিশোধিত তেলের দাম সবচেয়ে কম। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেলে দাম ৬০ ডলার।
কিন্তু ভারতের বাজারে ক্রেতারা সুবিধা আদৌ পাবেন কিনা সে প্রশ্নের উত্তর নেই। ভারতে অপরিশোধিত পেট্রোলিয়ামের বিপুল অংশই আমদানির ওপর নির্ভরশীল। আবার ভারতে পেট্রোলিয়াম পরিশোধনের কাঠামো রয়েছে। ফলে সেই সুবিধা ক্রেতাদের পাওয়ার কথা।
আন্তর্জাতিক বাণিজ্য এবং লগ্নির বাজারে যদিও অপরিশোধিত তেলের দাম কমা ঘিরে নেতিবাচক আলোচনা রয়েছে। আমেরিকার শুল্ক যুদ্ধের নীতিতে বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার প্রভাব পড়ছে রপ্তানি নির্ভর বিভিন্ন শিল্পে। অপরিশোধিত তেলের দাম পড়ে যাওয়ার সঙ্গে এই পরিস্থিতির সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই অংশের বক্তব্য, আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্যে শ্লথতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। অন্য যে দিকটির উল্লেখ এই অংশ করছে তা হলো তেল রপ্তানিকারী দেশগুলির সংগঠন ওপেকের উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত। জুনের মধ্যে উৎপাদন ৪ লক্ষ ব্যারেল বাড়ানোর লক্ষ্য ঘোষণা করেছে ওপেক। তবে সৌদি আরব এবং রাশিয়া উৎপাদন কমাবে বলে জানা যাচ্ছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার পরিস্থিতিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী ক্রেতাদের সুবিধার আশ্বাস দিয়েছিলেন।
গত মার্চেই মন্ত্রী বলেছিলেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাসের সুবিধা পাবেন দেশের মানুষ। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র লিটারে ২টাকা করে কমিয়েছিল উৎপাদন শুল্ক।
গত সেপ্টেম্বর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দামের সূচক ‘ব্রেন্ট ক্রুড’ ব্যারেলের ৭০ ডলারের নিচে। তারপর থেকে দাম ধারাবাহিকভাবে কম হলেও দেশের বাজারে সুবিধা বিশেষ মেলেনি সাধারণ ক্রেতাদের।
Petro Prices
বিশ্ববাজারে ৪ বছরে সর্বনিম্ন পেট্রোলিয়াম, দেশে সুবিধা মিলবে কবে উঠছে প্রশ্ন

×
Comments :0