জল্পনা ছিলই বেশ কিছুদিন ধরে। তবে শুক্রবারই সেই জল্পনার অবসান ঘটল। ভারতীয় ফুটবল দলের ফেডারেশনের ( AIFF ) তরফ থেকে জানিয়ে দেওয়া হল ভারতীয় ফুটবল দলের কোচের পদে নিযুক্ত করা হয়েছে খালিদ জামিলকে। ২০১১-১২ মরশুমে স্যাভিও মেদেইরার পর ফের একজন দেশজ কোচকে দায়িত্ব দিল ফেডারেশন। বেশ কয়েজন কোচের প্রোফাইল নির্বাচকদের কাছে থাকলেও তারা শর্টলিস্টেড করেছিলেন মোট তিনজনকে।খালিদ ছাড়াও সেই তালিকায় ছিলেন ভারত ও ইস্টবেঙ্গল দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টেইনটাইন এবং স্লোভাকিয়ান ম্যানেজার স্টিফেন তারকোভিচ। ভারতের জাতীয় ফুটবল দলের ডিরেক্টর প্রাক্তন গোলরক্ষক সুব্রত পালের সঙ্গে আলোচনার দ্বারাই খালিদের নাম নিশ্চিত করা হয়েছে।
বছর ৪৮-র খালিদ ২০১৬-১৭ মরশুমে আইজল এফসিকে আইলিগ জিতিয়েছিলেন। তার এএফসি প্রো লাইসেন্স রয়েছে। বেশ কয়েকবছর ধরে আইএসএলের একমাত্র ভারতীয় হেড কোচ হিসেবে জামশেদপুর এফসিকে উন্নতির শিখরে নিয়ে গেছেন। চলতি বছরে সুপার কাপের ফাইনালে এফসি গোয়ার কাছে হারলেও বুঝিয়ে দিয়েছিলেন যে কোচ হিসেবে তিনি লম্বা রেসের ঘোড়া। দুইবার ভারতের সেরা কোচের পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার প্রথম পরীক্ষা হতে চলেছে চলতি মাসেই। কাফা বা CAFA ( সেন্ট্রাল এশিয়ান ফুটবল এসোসিয়েশন ) নেশনস কাপের ম্যাচে আয়োজক দল তাজাকিস্তানের বিরুদ্ধে তাজাকিস্তানেই খেলবে ভারত আগামী ২৯আগস্ট। সেই ম্যাচেই জাতীয় দলের কোচ হিসেবে নিজের প্রথম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হতে চাইবেন খালিদ। আগামী ১৭আগস্ট ডুরান্ড কাপের ফাইনালের পর এই প্রতিযোগিতায় নামের আগে মাঝে বেশ কয়েকদিন সময় পাবেন খালিদ দলকে দেখে নেওয়ার জন্য। জামশেদপুরের সঙ্গে তার ২০২৬অব্দি চুক্তি থাকলেও হয়তো এই ডুরান্ড কাপের পরই স্বতন্ত্রভাবেই শুধুমাত্র ভারতীয় দলের কোচের পদেই থাকবেন খালিদ জামিল।
Comments :0