POETRY / BIDUTH RAJGURU / AGUN JWALCHE / MUKTADHARA / 1 AUGHST 2025 / 3rd YEAR

কবিতা / বিদ্যুৎ রাজগুরু / জ্বলছে আগুন / মুক্তধারা / ১ আগস্ট ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  BIDUTH RAJGURU  AGUN JWALCHE  MUKTADHARA  1 AUGHST 2025  3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

জ্বলছে আগুন
 

বিদ্যুৎ রাজগুরু 

১ আগস্ট ২০২৫ / বর্ষ ৩
 


জ্বলছে আগুন পুড়ছে ফাগুন
নিভিয়ে আলো  ছুটছে ওরা অন্ধকারে
ডাকছে শকুন হাঁকছে শিয়াল
দেখা যাবে এদের এখন সব ভাগাড়ে
গাইছে কজন দিদির ভজন
বুঝছে মানুষ এদের এখন হাড়েহাড়ে
হচ্ছে এখন নাচন কোঁদন
দেশের টাকায় হরির লুঠ
মরছে কত দামাল ছেলে
হাসছে স্বজন দেখছে স্বজন
ডুকরে কাঁদে অনেক মা শূন্য কোলে

হও আগুয়ান হে জনগন
বাংলা বোঝে ওদের চাল
হও সচেতন, খোল মুখোশ 
ছিন্ন কর ওদের জাল
বাংলা হবেই লালে লাল।

Comments :0

Login to leave a comment