খেলার মাঠকেও রাজনীতির বাইরে রাখলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জয়ী হয়েছে ভারত। ভারতের এই জয়ের পর প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'খেলার মাঠেও অপারেশন সিঁদুর জারি রয়েছে। ফলাফল এক ভারত জয়ী হয়েছে।'
প্রধানমন্ত্রী এই টুইটের পরেই বিরোধীরা তাকে নিশানা করেছেন। কংগ্রেস নেতা অতুল পটেল পিটিআই কে বলেছেন, যে কোন খেলা খেলোয়ার সূচক মানসিকতা নিয়ে খেলা উচিত। প্রধানমন্ত্রীর এই কথার পর আমাদের মনে সন্দেহ রয়েছে প্রধানমন্ত্রীর কূটনীতি সম্পর্কে কোন ধারণা রয়েছে কিনা।'
তিনি আরো বলেন, 'যদি অপারেশন সিঁদুর চলতেই থাকে তবে কেন খেলা হলো? যে কোন পরিস্থিতি আলোচনার মাধ্যমে যদি মেটানোর চেষ্টা হয় তাহলে ক্রীড়া অন্যতম একটি হাতিয়ার।'
Modi
এশিয়া কাপ জয়ের সাথে অপারেশন সিঁদুর প্রসঙ্গ টানলেন মোদি, কটাক্ষ কংগ্রেসের

×
Comments :0