Presidency Admission

‘দাবি এখন একটাই, পরীক্ষার তারিখ চাই’, প্রেসিডেন্সিতে অবস্থানে এসএফআই

কলকাতা

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কালের অবস্থানে বসেছে এসএফআই। 
এসএফআই বলেছে, অবিলম্বে স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট বের করতে হবে এবং স্নাতকোত্তর স্তরে পরীক্ষার ফর্ম প্রকাশ করতে হবে। ওবিসি শংসাপত্রকে ঢাল করে জয়েন্টে এন্ট্রান্স বোর্ড রেজাল্ট বের করছে না। ঠিক তেমন ভাবেই প্রেসিডেন্সিতে ভর্তি প্রক্রিয়া চালু করছে না কর্তৃপক্ষ। 
'দাবি এখন একটাই, পরীক্ষার তারিখ চাই'। ‘কলেজে ভর্তি শুরুর তারিখ চাই‘। এই দু’দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছে এসএফআই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শাখা। এসএফআই'র প্রশ্ন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্বশাসিত হওয়া সত্ত্বেও প্রবেশিকা পরীক্ষা নেওয়ার দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন্স বোর্ড (WBJEE) কেন নেবে? কর্তৃপক্ষ কেন পরীক্ষা নেবে না? জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের টালবাহানার জন্য এতদিন ধরে আটকে আছে ভর্তি প্রক্রিয়া। স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা হয়ে গেছে গত জুন মাসে। এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের। কবে রেজাল্ট বেরোবে তাও জানা যাচ্ছে না। স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল ২৭ জুলাই। এখনও পর্যন্ত পরীক্ষার ফর্ম বের করতে পারেনি কর্তৃপক্ষ। অবিলম্বে ফর্ম প্রকাশের দাবি জানাচ্ছে তারা।
প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ। সারা রাজ্যজুড়ে প্রায় ৬ লক্ষ আসন ফাঁকা। রাজ্যের কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে আবেদন করেছে মাত্র ৩.৫ লক্ষ ছাত্রছাত্রী।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "সরকারি শিক্ষাব্যবস্থার তুলে দিতে চাইছে  রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকার। প্রেসিডেন্সির মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হচ্ছে না, তা অত্যন্ত চিন্তার। তিন মাস ধরে থমকে আছে ভর্তি প্রক্রিয়া, থমকে আছে ছাত্রদের ভবিষ্যৎ।"

Comments :0

Login to leave a comment