Pahalgam Himanshi Narwal

বিদ্বেষ নয়, বলছেন পহেলগামে নিহত নৌ-আধিকারিকের স্ত্রী

জাতীয়

পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছেন স্বামী। এই অন্যায়ের বিচার চাইলেও মুসলিম এবং কাশ্মীরীদের আক্রমণের আপত্তি জানালেন হিমাংশি নারওয়াল। 
ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট পদমর্যাদার আধিকারিক বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী। বিনয় নিহত হয়েছে পহেলগামে, গত ২২ এপ্রিল, সন্ত্রাসবাদী হামলায়। 
হরিয়ানার কারনালে বিনয় নারওয়ালের স্মৃতিতে রক্তদান শিবির হয় গত বৃহস্পতিবার। সেখানেই সংবাদমাধ্যম প্রশ্ন করে তাঁকে। হিমাংশি বলেছেন, ‘‘পহেলগামে এই হামলার বিচার চাই। দোষীদের শাস্তি দেওয়া হোক। কিন্তু সব মুসলিম বা সব কাশ্মীরীকে আক্রমণের নিশানা করা ঠিক নয়।’’
পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েচিলেন ২৬ জন। তার মধ্যে ছিলেন স্থানীয় টাট্টুচালক সৈয়দ আদিল শাহ। আরেক গাইড নজাকত আহমেদ শাহ উদ্ধার করেছিলেন ১১ জনকে। আরেক গাইড সাজাদ আহমেদ ভাট পিঠে করে নামিয়ে এনেছিলেন এক পর্যটককে।
তদন্তেও ধরা পড়েছে, গুলি চালানোর খবর পেয়ে এই টাট্টুচালকরা দ্রুত ঢুকে পড়েছিলেন বৈসরণ ভ্যালির পার্কে। তখনও সশস্ত্র সন্ত্রাসবাদীরা রয়েছে ওই পার্কে। স্থানীয়রা ঢুকে পড়ায় ধীরে ধীরে সরে পড়েছিল সন্ত্রাসবাদীরা। 
উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন অংশ সোশাল মিডিয়ায় মুসলিম এবং কাশ্মীরীদের বিরুদ্ধে জিগির ছড়াচ্ছে চড়া মাত্রায়। বিজেপি’র নেতানেত্রীরাও শামিল এই প্রচারে। বিভিন্ন রাজ্যে জম্মু ও কাশ্মীরের ছাত্রছাত্রীদের হেনস্তার মুখে পড়তে হচ্ছে। 
পহেলগামে হামলার মাত্র কয়েকদিন আগে বিয়ে হয় বিনয় এবং হিমাংশির।  তারপরই দম্পতি ঘুরতে গিয়েছিল পহেলগামে।

Comments :0

Login to leave a comment