Army Sikkim Accident

সিকিমে গাড়ি খাদে পড়ে নিহত ১৬ সেনা

জাতীয় রাজ্য

Sikkim Accident

গাড়ি খাদে পড়ে নিহত হলেন সেনাবাহিনীর ১৬ জন। তার মধ্যে ১৩ জন জওয়ান, ৩ আধিকারিক। উত্তর সিকিমে সেনার তিনটি ট্রাকের কনভয়ের একটি পড়ে খাদে। ঘটনায় আরও ৪ সেনা গুরুতর আহত। আহতদের উড়িয়ে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

ভারতীয় সেনা বিবৃতিতে জানিয়েছে, সিকিমের জেমা এলাকায় গভীর খাদে পড়ে যায় সেনার এই গাড়ি। খাড়া ঢালের পথে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেনাবাহিনীর এই তিন গাড়ির কনভয় চাট্টেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিলো। ওই পথে লাচেন থেকে প্রায় ১৫কিমি দূরে উত্তর সিকিমের জেমা এলাকায় মাঝের একটি জওয়ান বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে মৃত সেনা জওয়াদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন