Police with Brown Sugar

ইংরেজবাজারে নিষিদ্ধ মাদক পাচারে ধৃত দুই পুলিশকর্মী

জেলা

রবিবার রাতে নিষিদ্ধ ব্রাউন সুগার পাচার করতে গিয়ে ইংরেজবাজার থানা এলাকার মিল্কি ফাঁড়ির কাছে ৪ জন ধরা পড়েছে। 
ধৃত ৪ জনের মধ্যে দু’জন আবার পুলিশ কর্মী যারা মানিকচক থানায় কর্মরত। একজন পুলিশ অফিসার, অন্যজন এনভিএফ কর্মী। 
গোপন সূত্রে খবর পেয়ে মিল্কি ফাঁড়ির পুলিশ হাফিজটোলা এলাকায় অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ ৪ জনকে আটক করে। ধৃতদের মধ্যে একজন মানিকচক থানার এএসআই, যিনি বাবালুটোলা ক্যাম্পের দায়িত্বে, নাম সফিকুল ইসলাম। 
ধৃত অপরজন সেখ সফিকুল, তিনি এনভিএফ কর্মী। অপর দুজন পাচারকারী। সোমবার ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেপাজতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ।

Comments :0

Login to leave a comment