প্রধানমন্ত্রী সফর করেছেন ক’দিন আগেই। কিন্তু মণিপুরে ফের বড় ধরনের হিংসাত্মক আক্রমণের খবর মিলল শুক্রবার। সশস্ত্র বন্দুকবাজদের অতর্কিত হানায় নিহত আসাম রাইফেলসের দুই জওয়ান।
মণিপুর পুলিশ জানিয়েছে এদিন বিষ্ণুপুর জেলায় সুরক্ষা কনভয়ে হামলা চালায় বন্দুকবাজরা। কনভয়ে ইম্ফল থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিলেন আসাম রাইপেলসের ৩৩ জওয়ান। হামলায় আরএ অন্তত ৫ জওয়ান জখম।
মণিপুরে এখন রাষ্ট্রপতির শাসন। রাজ্যপাল অজয় কুমার ভাল্লা হামলার নিন্দা করে জঘন্য হিংসার নমুনা এই হামলা। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, মণিপুরে ভয়াবহ জাতি হিংসা ছড়ানোর পরও যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’বছর পার করে গিয়েছিলেন রাজ্যে। তাঁর সফরের সময়েও বিক্ষোভ হয় বিভিন্ন জেলায়।
মণিপুরে সংখ্যাগুরু মেইতেইদের সঙ্গে সংখ্যালঘু কুকিদের বিরোধ বাঁধানোর জন্য বিভিন্ন অংশ বারবার দায়ী করেছে বিজেপি-আরএসএস’র ভোট কৌশলকে। এরাজ্যে ভোট জিততে জাতিগত মেরুকরণ করে উগ্র দক্ষিণপন্থা। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি বারবার উঠলেও সরায়নি বিজেপি নেতৃত্ব। শেষ পর্যন্ত সরকার বাঁচানোর উপায় না থাকায় জারি করা হয়েছে রাষ্ট্রপতির শাসন।
এদিন সন্ধ্যার দিকে এই হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তার জন্য কোন গোষ্ঠী দায়ী রাত পর্যন্ত স্পষ্ট হয়নি।
Manipur
মণিপুরে সুরক্ষা কনভয়ে হামলা, নিহত ২ জওয়ান, আহত ৫

×
Comments :0