Tamil Nadu Stampede

ভিড়ের চাপে বিজয়ের সমাবেশে ৩৩ জনের মৃত্যু, আহত ৬২

জাতীয়

অভিনেতা রাজনীতিবিদ বিজয়ের সমাবেশে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন অনেকে। অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৬২। তামিলনাডুর কারুরে বিজয়ের দল টিভিকে’র সমাবেশে যোগ দিয়েছিলেন তাঁরা। 
পুলিশ জানিয়েছে, ভিড়ের চাপে বহু মানুষ অসুস্থ হয়ে পড়তে থাকেন। অনেককে নিয়ে যেতে হয় কাছের হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে। সংজ্ঞাহীন হয়ে রয়েছেন ২০ জন। তার মধ্যে এক শিশুও রয়েছে। 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সবচেয়ে ঠেলাঠেলি শুরু হয় বিজয়ের ভাষণের সময়। জনপ্রিয় এই অভিনেতা ভাষণ শুরু করতেই মঞ্চের দিকে এগতে থাকে ভিড়। বিজয়ের দলের বেশ কয়েকজন কর্মী ভিড় সামলানোর চেষ্টা করতে থাকেন। পরিস্থিতির চাপে সাময়িক ভাবে বক্তৃতা বন্ধ রাখতে হয় অভিনেতা রাজনীতিবিদকে। 
রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এমকে স্ট্যালিন প্রশাসনকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। রাজ্যের দুই মন্ত্রী দ্রুত যান ঘটনাস্থলে।

Comments :0

Login to leave a comment