তামিলনাড়ুতে চার নাবালককের হাতে আক্রান্ত এক পরিযায়ী শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তিরুভাল্লুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা আশঙ্কাজনক। চেন্নাইয়ের কাছে এক পরিযায়ী শ্রমিককে মারধর করার অভিযোগে তামিলনাড়ু পুলিশ চার কিশোরকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি গণশক্তি ডিজিটাল। ভিডিওটিতে তিনজন ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এক যুবকের উপর আক্রমণ করতে দেখা গেছে। অভিযুক্তরা শ্রমিকের মাথা ও ঘাড়ে একাধিকবার ছুরিকাঘাত করে। চতুর্থ অভিযুক্ত ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেছে। হামলার সম্পূর্ণ ঘটনাটি অভিযুক্তরাই মোবাইলে রেকর্ড করে ভিডিওটি ইনস্টাগ্রাম রিলে শেয়ার করেছেন। একটি ধারালো অস্ত্র ধরে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে একটি তামিল গান ব্যবহার করেছে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে যে অভিযুক্তরা একটি বাড়ির কাছে ছুরি দিয়ে শ্রমিকেকে আক্রমণ করছে। আক্রমণকারীদের মধ্যে একজন আক্রান্তর কাছে দাঁড়িয়ে ভিক্টরি চিহ্ন নিয়ে পোজ দিচ্ছে। আহত ওই শ্রমিকের নাম সিরাজ়। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। চলন্ত ট্রেনে চার নাবালকের নির্যাতনের শিকার তিনি। চার অভিযুক্তেরই বয়স ১৭ বছর। তাদের মধ্যে তিনজনকে চেঙ্গালপাট্টুর একটি হোমে পাঠানো হয়েছে, এবং চতুর্থজনকে তার পড়াশোনার কারণে আদালত জামিন দিয়েছে।
সংবাদ সংস্থার খবর অনুসারে, ২৬ ডিসেম্বর তিরুভাল্লুর তিরুত্তানি রেলওয়ে স্টেশনের কাছে রেলওয়ে কোয়ার্টারে ঘটনাটি ঘটে। যারা আক্রমণ করেছে তারা সকলেই তিরুত্তানির কাছে নেমিলি এলাকার বাসিন্দা। ঘটনার সময় তারা সকলেই নেশাগ্রস্ত ছিল। ট্রেনে যখন এই ব্যক্তিরা সুরজের গলায় ছুরি ধরেছিল, তখন সে প্রতিরোধ করেছিল। পরে, অভিযুক্তরা তাঁকে ধরে রেলওয়ে কোয়ার্টারের একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং তাঁর উপর আক্রমণ চালায়। সিরাজ গুরুতর আহত হন এবং বর্তমানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তিনি চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Migrant worker attacked In Tamil Nadu
তামিলনাড়ুতে আক্রান্ত মধ্যপ্রদেশের পরিযায়ী শ্রমিক
×
Comments :0