বিশেষ সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বাংলাদেশের পাঁচ নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে হাঁসখালির পুলিশ। ভারতে থাকার বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ আটকদের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে যে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে এই পাঁচজনকে। যে দালালের আশ্রয়ে বাংলাদেশের এই নাগরিকরা ছিলেন, আটক করা হয়েছে তাঁকেও। হাঁসখালির বাসিন্দা এই মহিলা নাসিমা মণ্ডলের বয়স ৪০।
নদীয়ার পুলিশ জানিয়েছে যে ভারতে ঢোকার পর গুজরাট, মুম্বাই বা বিহারের বিভিন্ন এলাকায় ঘুরেছেন আটক বাংলাদেশের এই নাগরিকরা। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নাসিমা মণ্ডলের স্বামী পলাতক, তাঁর খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
Bangladeshi Citizen
হাঁসখালিতে আটক বাংলাদেশের ৫ নাগরিক, বলল পুলিশ

×
Comments :0