ASHA Workers

মোবাইলের খরচ, অ্যাপ সংক্রান্ত দাবি আদায় আশাকর্মীদের

রাজ্য

সোমবার স্বাস্থ্যভবনে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ।

স্বাস্থ্য ভবন থেকে একাধিক দাবি আদায় করলেন আশা কর্মীরা। আদায় হয়েছে মোবাইলের খরচ বাবদ টাকা দেওয়ার দাবিও।
পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক সাবিনা ইয়াসমিন জানিয়েছেন যে মোবাইল বিল বাবদ সাড়ে তিনশো টাকার দাবি ছিল। এদিন তিনশো টাকা পর্যন্ত অনুমোদিত হয়েছে। 
তিনি বলেছেন, অ্যাপ ডাউনলোড করে ক্যামেরার আওতায় আনা যাবে না। এই দাবি তুলে আন্দোলন চলেছে। এদিন জানানো হয়েছে যে নতুন অ্যাপ দেবে স্বাস্থ্যভবন। 
ইয়াসমিন জানান যে ২৬ হাজার টাকা ন্যূনতম ভাতার দাবিতে আন্দোলন চলছে। স্থায়ীকরণের দাবিতেও আন্দোলন করেছি আমরা। সেই দাবি মেটেনি। ফলে আন্দোলন চলবে। 
আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এদিন ডেপুটেশন দেয় আশা কর্মীদের স্থায়ীকরণ, ২৬ হাজার টাকা মজুরি, কাজের বোঝা কমানো, ইন্সেন্টিভের টাকা প্রদানের মতো দাবিতে।

Comments :0

Login to leave a comment