রাজ্যে এসআইআর’র প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকায় এই ‘বিশেষ নিবিড় সংশোধন’ তুমুল বিরোধের মুখে পড়েছে। রাজ্যে এসআইআর নিয়ে আলোচনা সংগঠিত করছে বিভিন্ন বামপন্থী সংগঠন।
শুক্রবার পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার উদ্যোগে এসআইআর সম্পর্কিত আলোচনা করা হলো বামনগোলা ব্লকের পাকুয়াহাট বাস স্ট্যান্ডে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক অর্ণব ভট্টাচার্য। 
সভায় উপস্থিত ছিলেন কৃষক সভা, সিআইটিইউ, উদ্বাস্তু আন্দোলনের জেলা নেতৃবৃন্দ। যোগ দেন স্থানীয় গণ আন্দোলনের নেতৃবৃন্দও।
এদিন কলকাতায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এসআইআর প্রসঙ্গেই বলেছেন যে নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা। মৃত এবং স্থানান্তরিত কারা তা চিহ্নিত করে নাম বাদ দেওয়ার জন্য বারবার বলা হয়েছে। লিখিত তালিকা দেওয়া হয়েছে। কোনও কাজ হয়নি। 
সেলিম মনে করিয়েছেন যে এসআইআর’র নামে নাগরিকত্ব বিচার করা কমিশনের কাজ নয়।
SIR Bengal
বামনগোলায় এসআইআর নিয়ে আলোচনা কৃষকসভার
 শুক্রবার কৃষকসভার ডাকে আলোচনা সভা বামনগোলায়।
                                    শুক্রবার কৃষকসভার ডাকে আলোচনা সভা বামনগোলায়।
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0