Murshidabad

ফের মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে মৃত্যু

জেলা

মুর্শিদাবাদে চব্বিশ ঘন্টার ব্যবধানে বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুই জনের। শুক্রবার ডোমকলে বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের পর। মাঝরাতে সাড়ে বারোটা নাগাদ মুর্শিদাবাদেরই রেজিনগরে বিস্ফোরণের ঘটনা ঘটে। রেজিনগরের ছেতিয়ানি ঘোষ পাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও বোমা বাঁধা হচ্ছিল।  পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা। এই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন মির্জাপুরের বাসিন্দা উসমান বিশ্বাস।  শনিবার দুপুরে শক্তিপুর নদী ঘাটে  উদ্ধার হয় মৃত উসমান বিশ্বাসের মৃতদেহ। এই ঘটনায় মৃতের স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামীকে বোমা বাঁধার উদ্দেশ্যে ডেকে নিয়ে আসা হয়েছিল। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ওয়াজ করিম শেখ ওরফে কানু ছেতিয়ানি ঘোষ পাড়া এবং নবাব শেখ মির্জাপুরের বাসিন্দা। মৃতের স্ত্রী এই ওয়াজ করিম শেখের বিরুদ্ধে রেজিনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।  পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৯১টি তাজা সকেট বোমা। বোমা বাঁধার সময় নিজেদের মধ্যে বচসা ও বিতণ্ডার মাঝে পরে উসমান বিশ্বাসকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ডোমকলের ঘোড়ামারা গ্রামে বোমা বিস্ফোরণে মহিলা মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মৃতের স্বামী গফুর মণ্ডল। শনিবার তাঁকে বহরমপুর সিজেএম কোর্টে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার দুপুরে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে ডোমকলের ঘোড়ামারা গ্রাম। বাড়িতে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে।

Comments :0

Login to leave a comment