উত্তর-পশ্চিম এবং সংলগ্ন-মধ্য বঙ্গোপসাগরে যে ঘুণাবর্তটি অবস্থান করছিলো তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার তা সেই অঞ্চলে অবস্থান করছে। এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে উত্তর-পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৭ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার সকালের দিকে এটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
যার জেরেই আগামী ৫ থেকে ৭ দিন ধরে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি সম্ভাবনা নেই বললেই চলে।
দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হবে সাথে বইবে ঝড়ো হাওয়া। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্য জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। শুক্র ও শনিবার এই জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার অর্থাৎ ২৮ ও ২৯ সেপ্টেম্বর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া,হুগলি, ঝাড়গ্রাম এই জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ফের ১ অক্টোবর থেকে বৃষ্টি বাড়বে দক্ষিনবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে জেলা গুলিতে।
নিম্নচাপের কারণে উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
Comments :0