চলতি সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি নামতে পারে রাজ্যে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ায় এই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া বিভাগ। ১৬ থেকে ১৮ নভেম্বর বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণ আন্দামান সাগরে ঝঞ্ঝা তৈরি হয়েছে। সম্ভবত তা থেকে নিম্নচাপ ঘনীভূত হবে। বৃহস্পতিবার নাগাদ নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। পশ্চিময়ম্গের উপকুলবর্তী জেলাগুলিতে হবে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের আঞ্চলিক বিভাগের ডিরেক্টর জিকে দাস এই অনুমান সম্পর্কে জানিয়েছেন সংবাদসংস্থাকে।
দাস বলেছেন, আবহাওয়া দপ্তর গভীরভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে। ওই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
Rain Forecast
নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

×
Comments :0