Body Recovered

চারদিন পর কংসাবতী নদী থেকে উদ্ধার নিখোঁজ ছাত্রের দেহ

জেলা

কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার চার দিন পর উদ্ধার হল নিখোঁজ ছাত্রের দেহ। উদ্ধার হওয়া মৃত ছাত্রের নাম বিকাশ দাস(১৫)। পুরুলিয়া শহরের চিড়াবাড়ি এলাকার বাসিন্দা। পুরুলিয়া জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সে। মৃত ছাত্রের দেহ পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। 
উল্লেখ্য গত ১৭ জুলাই বৃহস্পতিবার পাঁচ বন্ধু মিলে পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত শিমুলিয়া গ্রাম সংলগ্ন কংসাবতী নদীঘাটে চান করতে গিয়েছিল। প্রথমে সেখানে বিকাশ দাস নামে এক কিশোর জলে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে বন্ধুরা বিকাশের পরিবারে ফোন করে জানায়। পরে বন্ধুকে জলে খুঁজতে গিয়ে হামজা কুরেশি নামে ১৫ বছর বয়সী আরও এক কিশোর জলে তলিয়ে যায়। দুই কিশোরের পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরের খোঁজ শুরু করে। পরদিন শুক্রবার সকালে কংসাবতী নদীঘাট থেকে বেশ কিছুটা দূরে হামজা কুরেশির দেহ উদ্ধার হয়েছিল। ঘটনার চারদিন পর সোমবার  বিকাশ দাসের দেহ উদ্ধার হয়।

Comments :0

Login to leave a comment