Gaza CPIM Bombay HC

সেই বম্বে হাইকোর্টই গাজা নিয়ে কর্মসূচির অনুমতি দিল সিপিআই(এম)-কে

জাতীয়

অনুমতি দিল বম্বে হাইকোর্ট। গাজায় অমানবিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের আবেদন এর আগে খারিজ করেছিল এই আদালতই। সিপিআই(এম)-কে দেশের ভেতরের বিষয়ে মনোযোগী হয়ে দেশপ্রেমিক হওয়ার পরামর্শ দিয়েছিল। 
বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং গৌতম অনখদ আজাদ ময়দানে এই প্রতিবাদ কর্মসূচির আবেদন মঞ্জুর করেছেন।
এই বেঞ্চই গত ২৫ জুলাই প্রতিবাদের আবেদন খারিজ করে। গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেয় সিপিআই(এম)। মুম্বাই পুলিশ তাতে বাধা দেয়। সে সময় আদালতে আবেদন দায়ের করে সিপিআই(এম)। 
এই বেঞ্চ তখন বলেছিল যে ‘দেশপ্রেমিক হোন’। বলেছিল, দেশের বিষয় নিয়ে আন্দোলন করুন যাতে দেশের মানুষের ভালোমন্দ জড়িত। বহু দূরে প্যালেস্তাইনের গাজা নিয়ে আন্দোলন দেশপ্রেম নয়!  
সিপিআই(এম) পলিট ব্যুরো সেই পর্যবেক্ষণের প্রতিবাদ জানায়। স্বাধীনতার লড়াইয়ের সময় থেকে ভারত প্যালেস্তাইনের জনতার পৃথক রাষ্ট্রের দাবির সমর্থক। মনে করানো হয় সেকথা। মনে করানো হয় স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নিয়েছিল কমিউনিস্টরা। বলা হয় যে গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েল।
সুপ্রিম কোর্টের রায়ে, বিশেষত, উগ্র হিন্দুত্ববাদী বিভিন্ন অংশ উৎসাহিত হয়েছিল। মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারের পুলিশের ভূমিকায় যদিও প্রশ্ন তুলেছিল প্রগতিশীল বিভিন্ন অংশই। রাষ্ট্রসঙ্ঘের মতো আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদী সরকারের ভূমিকাও সিপিআই(এম)’র সমালোচনার মুখে পড়েছে একাধিকবার। গাজায় ইজরায়েলের পূর্ণ আগ্রাসনের পর রাষ্ট্রসঙ্ঘে আমেরিকা-ইজরায়েল অক্ষের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নিয়েছে মোদী সরকার। আমেরিকা যদিও বাণিজ্যের প্রশ্নে তার জন্য ভারতকে বিন্দুমাত্র সুবিধা দিতে নারাজ।
এদিন বম্বে হাইকোর্টে মুম্বাই পুলিশ জানায় যে কর্মসূচি ঘিরে আপত্তি তুলে নেওয়া হচ্ছে। সেই বক্তব্য অনুমোদন করেছে আদালত। সিপিআই(এম) আদালতে এদিন জানিয়েছে যে কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলায় ব্যাঘাত ঘটার মতে পরিস্থিতি হবে না। ২০ আগস্ট বিকেল ৩টে থেকে হবে প্রতিবাদ সভা।

Comments :0

Login to leave a comment