আদিবাসীদের পৃথক ধর্মবিশ্বাসকে নির্দিষ্ট স্বীকৃতি দিতে হবে জনগণনায়। এই দাবি করে রেজিস্টার জেনারেলকে চিঠি দিলেন আদবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই জনগণনা করা হয়। সংগঠনের তরফে রেজিস্ট্রার জেনারেলের কাছে একথা দাবি করে আসা হয়েছে। 
আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চে চেয়ারম্যান জিতেন্দ্র চৌধুরী এবং সংগঠনের সহসভাপতি বৃন্দা কারাত এই চিঠি দিয়েছেন। তাঁরা দেখা করেছেন রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে। 
ধর্ম ভিত্তিক জনগণনার কাঠামোতে প্রধান ধর্ম হিসেবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং জৈন এই ছয়টি ধর্মের উল্লেখ রাখা হয়েছে। এছাড়া বাকি সমস্ত ধর্ম বিশ্বাসী মানুষকে ‘অন্যান ধর্মবিশ্বাস’ বলে ধরা হবে জনগণনায়। ২০১১ সালের জনগণনায় দেখা গেছে তফসিলি জাতি এবং জনজাতি ও আদিবাসীরা জনসংখ্যার প্রায় ৯ শতাংশ। বৃন্দা কারাত বলেছেন, ‘‘এই বৃহৎ অংশের মানুষের নিজস্ব ধর্ম বিশ্বাস এবং রীতি রয়েছে। সে সংখ্যা এত বেশি যে উল্লিখিত ‘প্রধান ধর্ম’ বিশ্বাসীর থেকেও বেশি।’’ 
সংগঠনের নেতা এবং ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেছেন, ‘‘সারা ভারতের আদিবাসীরা দাবি করেছে তাঁদের ধর্ম বিশ্বাস যেন জন গণনায় নির্দিষ্ট ভাবে স্বীকৃতি পায়।’’
tribal religions in census
জনগণনায় আদিবাসী ধর্মবিশ্বাসের পৃথক স্বীকৃতির দাবিতে চিঠি বৃন্দা কারাতের
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0