Relief CPI-M

দার্জিলিঙ জেলাজুড়ে কালই ত্রাণ সংগ্রহে নামছে সিপিআই(এম)

রাজ্য জেলা

সোমবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে নুরুল ইসলাম সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।

বৃষ্টি এবং বন্যায় অপূরণীয় ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে ঘরবাড়ি। ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। বন্যা পীড়িত উত্তরবঙ্গের জনতার পাশে দাঁড়াতে মঙ্গলবার ত্রাণ সংগ্রহে নামছে সিপিআই(এম)।
সোমবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে ত্রাণ সংগ্রহ কর্মসূচির ঘোষণা করেছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন সিপিআই(এম) নেতা নুরুল ইসলাম, দিলীপ সিং, জয় চক্রবর্তী এবং ময়ূখ বিশ্বাস।
শনিবার রাত থেকে তুমুল বৃষ্টি। ধসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অন্তত ২৪ জনের মৃত্যুর খবর এসেছে। রবিবার থেকেই বিভিন্ন এলাকায় সাধ্য অনুযায়ী ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন রেড ভলান্টিয়াররা। 
এদিন নুরুল ইসলাম বলেছেন, ‘‘মঙ্গলবার রাস্তায় সাধারণ মানুষের দান গ্রহণ করার জন্য দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে যাব। উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বিপর্যয় পীড়িত মানুষের কাছে পৌঁছে দেব ত্রাণ।’’
ইসলাম বলেন, ‘‘মিরিকে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’’
তিনি জানিয়েছেন মঙ্গলবার দার্জিলিঙ জেলার বিভিন্ন বড় বাজার এলাকায় ত্রাণ সংগ্রহ হবে। বুধবার প্রতিটি পাড়ায় জনতার কাছে যাওয়া হবে ত্রাণ সংগ্রহের জন্য। ত্রাণ সামগ্রী নিয়ে বুধবার আর্ত মানুষের কাছে যাবেন পার্টিকর্মীরা। 
ইসলাম বলেন, ‘‘জল, কম্বল, বিস্কুট, বেবিফুড, শুকনো খাবার নিয়ে প্রাথমিক ভাবে যাওয়া হবে। সেই সঙ্গে জল পরিশোধনের জন্য ট্যাবলেট নিয়ে যাওয়া হবে। জ্বর বা এই সময়ে আশঙ্কা রয়েছে এমন অসুখের জন্য ওষুধও প্রাথমিক ধাপে নিয়ে যাওয়া হবে। এরপর ধাপে ধাপে পৌঁছে দেওয়া হবে ত্রাণ।’’

Comments :0

Login to leave a comment