সিপিআই(এম)’র উদ্যোগে ভোটার অধিকার রক্ষার সহায়তা কেন্দ্র শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। মঙ্গলবার সকাল থেকে উলুবেড়িয়ার বাজারপাড়ায় এসআইআর সহায়তা ক্যাম্প চালু হল। এসআইআর নিয়ে তৃণমূল এবং বিজেপি দুটি দলই বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ ভোটারদের মনে। যে কারণে মানুষ আতঙ্কে রয়েছেন। নাগরিকত্ব হারানোর ভয় রয়েছেন। সেই ভয় কাটানোর চেষ্টা করছেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। এসআইআর সম্পর্কে মানুষকে সচেতন করতে রাজ্যের প্রতিটি বুথে বুথে খোলা হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র। সেখানে থেকে মিলছে ভোটারদের সহায়তা। এই ক্যাম্পগুলিতে ভোটারদের সহযো গিতা করাই মূল উদ্দেশ্য। এসআইআর সহায়তা ক্যাম্পে রয়েছে ২০০২ এবং ২০২৫ সালের ভোটার তালিকা। কার নাম নেই, কার নাম আছে, কী অসুবিধা সবটাই দেখা হচ্ছে । কীভাবে সমস্যার মোকাবিলা হবে সেই উদ্দেশ্যেই এই ক্যাম্প। একমাস ধরে এই ক্যাম্প চলবে। ওই তালিকায় নাম আছে কি, না থাকলে কী কী প্রয়োজনীয় নথি ভোটারদের রেডি রাখতে হবে সেই বিষয়েও সহায়তা করা হচ্ছে। মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই প্রকৃয়া চলবে। এসআইআর নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে বহু সাধারণ ভোটারের মধ্যে। অনেকে বিভিন্ন নথি জোগাড় করতে লেগে পড়েছেন। কেউ আবার ভয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছেন। এসআইআর ইস্যুতে রাজ্যজুড়ে আতঙ্কের আবহের মধ্যে সাধারণ মানুষের পাশে থাকতেই সিপিআই(এম)’র এই উদ্যোগ। উলুবেড়িয়ার বাজারপাড়ায় এলাকায় এসআইআর সহায়তা কেন্দ্র খোলা হয়েছে মানুষকে আতঙ্ক মুক্ত করতে। এই এসআইআর ক্যাম্প সম্পর্কে স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব বলেন, ‘‘ভোটার লিস্টে সংশোধন প্রতিবছর হয়। ২০০২ সালেও হয়েছিল এসআইআর। কিন্তু এই বছর মানুষকে বিপদে ফেলছে। নির্বাচন কমিশন কার্যত শাসক দলের হয়ে পক্ষপাতিত্ব করছে। মৃত, ভুয়ো, একজন ভোটারের নাম বিভিন্ন জায়গাতে থাকা, নানান ভুলে ভরা ভোটার তালিকা এখনও পর্যন্ত শুদ্ধিকরণ করতে পারেনি নির্বাচন কমিশন। তৃণমূল চায় এই ভুলে ভরা ভোটার তালিকা। ভোটারের পরিচিতির নথি হিসাবে নির্বাচন কমিশন যা যা চাইছে, তা গরিব, নিম্ন মধ্যবিত্ত সহ শ্রমিকশ্রেণির পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমাদের প্রশ্ন, কেন আবার নতুন করে একজন ভোটারকে আবার ফের ভোটার হতে হবে! আমরা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাইছি। ভোটার লিস্ট থেকে সমস্ত ভুয়ো ভোটারের বাদ দিতে হবে আর একজন ও যোগ্য ভোটারদের নাম্বার দেওয়া যাবে না।’’ উলুবেড়িয়ার বাজারপাড়া ও উলুবেড়িয়া উত্তর জগদীশপুরে ২টি ও দক্ষিণ জগদীশপুরে দুটি ক্যাম্প হয়।
SIR Help Camp
এসআইআর সহায়তা ক্যাম্প উলুবেড়িয়ায়
উলুবেড়িয়ার বাজারপাড়ায় এসআইআর সহায়তা ক্যাম্প।
×
Comments :0