Kamarhati High Court

কামারহাটির সেই জয়ন্তের বাড়ি ভাঙার নির্দেশ হাইকোর্টের

জেলা

জয়ন্ত সিংয়ের সেই বাড়ি।

কামারহাটির সেই জয়ন্ত সিংয়ের বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্দেশ কার্যকর করার জন্য কামারহাটি পৌরসভাকে চার সপ্তাহ সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 
গত বছর কামারহাটিতে মারধরের ঘটনায় এই জয়ন্ত সিংয়ের নাম সামনে আসে। স্থানীয়রাই অভিযোগ তোলেন যে তৃণমূলের মদতেই জয়ন্ত-বাহিনীর দাপাদাপি এলাকায়। স্থানীয় ক্লাবে ডেকে এক মারধরের ঘটনায় একজনের মৃত্যু ঘিরে ছড়ায় তুমুল ক্ষোভও।
সে সময়েই সামনে আসে যে জয়ন্ত আড়িয়াদহে জমি দখল করে বিশাল বানিয়েছে। তার মদ্যে পুকুর ভরাটের অংশও ছিল। চারতলার সেই ‘প্রাসাদ’ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। 
গত বছরের ২৬ জুলাই কলকাতা হাইকোর্টে মামলা যায়। তার আগে বাড়ি ভেঙে দেওয়ার নোটিশ লাগালেও কাজ শুরু করতে পারেনি কামারহাটি পৌরসভা।

Comments :0

Login to leave a comment