Agni Prime

রেল লাইন থেকে ক্ষেপণাস্ত্র, সম্ভব করল ডিআরডিও

জাতীয়

রেল লাইনে চলমান লঞ্চার থেকে উৎক্ষেপণ।

রেল লাইনের ওপর চলমান ‘লঞ্চার’ থেকে পরীক্ষামূলকভাবে ছোঁড়া হলো ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র। কার্যত ট্রেন থেকে ছোঁড়া হয়েছে এই মিসাইল। দেশের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ডিআরডিও’র প্রযুক্তিগত সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে এই উৎক্ষেপণকে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে চলমান ‘লঞ্চার’ থেকে উৎক্ষেপণ এই প্রথম। তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ‘লঞ্চার’ বা উৎক্ষেপণের মঞ্চ। 
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ‘অগ্নি প্রাইম‘ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। ২ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যে আঘাত করতে পারে এই ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক বৈশিষ্ট রয়েছে ভারতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের। 
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বক্তব্য, দ্রুত প্রত্যাঘাতের জন্য এই ধরণের ক্ষেপণাস্ত্র কার্যকরী। প্রয়োজনে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জায়গা বদলে ফেলা যায়। 
প্রতিরক্ষা মন্ত্রক অভিনন্দন জানিয়েছে ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে। অভিনন্দন জানানো হয়েছে স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড এবং সেনাকে।

Comments :0

Login to leave a comment