ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে লোকালয়ে ভেসে এলো হরিণ। স্থানীয়দের তৎপরতায় প্রাণীটি নিরাপদে উদ্ধার হয়েছে।
রবিবার জলঢাকা নদী সংলগ্ন বগরিবাড়ি গ্রামে হরিণটিকে ভেসে আসতে দেখেন গ্রামবাসীরা। দ্রুততার সঙ্গে গ্রামবাসীরা একত্রিত হয়ে সেটিকে উদ্ধার করেন এবং নিরাপদ আশ্রয়ে রাখেন।
গ্রামবাসীদের অনুমান, জলঢাকা নদী সংলগ্ন রামসাই জঙ্গল থেকেই বন্যার জলের তোড়ে ভেসে এসেছে হরিণটি।
ঘটনার পর পরই গ্রামবাসীরা ধূপগুড়ি থানায় খবর দেন। বন দফতরের কর্মীদের হাতে হরিণটিকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণীর লোকালয়ে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
Deer Rescued
বন্যা-প্লাবিত এলাকা থেকে হরিণ উদ্ধার

×
Comments :0