Deer Rescued

বন্যা-প্লাবিত এলাকা থেকে হরিণ উদ্ধার

জেলা

​ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে লোকালয়ে ভেসে এলো হরিণ। স্থানীয়দের তৎপরতায় প্রাণীটি নিরাপদে উদ্ধার হয়েছে।
​রবিবার জলঢাকা নদী সংলগ্ন বগরিবাড়ি গ্রামে হরিণটিকে ভেসে আসতে দেখেন গ্রামবাসীরা। দ্রুততার সঙ্গে গ্রামবাসীরা একত্রিত হয়ে সেটিকে উদ্ধার করেন এবং নিরাপদ আশ্রয়ে রাখেন।
​গ্রামবাসীদের অনুমান, জলঢাকা নদী সংলগ্ন রামসাই জঙ্গল থেকেই বন্যার জলের তোড়ে ভেসে এসেছে হরিণটি।
​ঘটনার পর পরই গ্রামবাসীরা ধূপগুড়ি থানায় খবর দেন। বন দফতরের কর্মীদের হাতে হরিণটিকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণীর লোকালয়ে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

Comments :0

Login to leave a comment