ব্যাঙ্কে কেওয়াইসি জমা করতে হিমশিম খেতে হয়েছিল অ্যাসিড হামলায় আক্রান্ত। ডিজিটাল বিধির সমস্যা। সেই মামলায় সুপ্রিম কোর্ট বলল, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ সর্বজনীন করতে হবে।
দুই বিচারপতি আর মাধবন এবং জেবি পরদিওয়ালা বলেছেন, ডিজিটাল সুবিধা দেওয়া আর সরকারি নীতির বিষয় নয়। আজকে বিষয়টি সাংবিধানিক অধিকার হিসেবে দেখতে হবে। সব সরকারি সুযোগের জন্য ডিজিটাল নথিভুক্তি বাধ্যতামূলক হয়ে গিয়েছে। ফলে, আজকের প্রযুক্তির আলোয় দেখতে হবে সংবিধানের ২১ ধারাকে। মৌলিক অধিকার হিসেবে দেখতে হবে ডিজিটাল সুবিধাকে।
আবেদনকারী প্রজ্ঞা প্রসূন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে নাজেহাল হন। রিজার্ভ ব্যাংকের বিধি অনুযায়ী তাঁর পক্ষে ক্যামেরার সামনে চোখের পাতা ফেলা সম্ভব ছিল না। তিনি আদালতে জানান অ্যাসিড আক্রান্ত অনেককে এই সমস্যায় পড়তে হচ্ছে।
সুপ্রিম কোর্ট ‘নো ইওর কাস্টমার’ বিধি সময়োপযোগী করতেও নির্দেশ দিয়েছে।
Digital Access SC
ডিজিটাল সুবিধাকে মৌলিক অধিকার বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

×
Comments :0