Special Local Train

পুজোয় স্পেশাল ট্রেন শিয়ালদহ ডিভিশনে, চূড়ান্ত নজরদারি মেট্রোয়

রাজ্য

শারদোৎসবে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে শিয়ালদহ মেন ও উত্তর সেকশনে বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে একথা কথা ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। বলা হয়েছে  ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ পঞ্চমী প্রর্যন্ত শিয়ালদহ মেন ও উত্তর এবং দক্ষিণ শাখায় মোট ৩১টি বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল। 
শিয়ালদহ উত্তর এবং মেন শাখায় চলবে ১৯ টি বিশেষ ট্রেন। দক্ষিণ শাখায় চলবে ১২টি ট্রেন। 
শিয়ালদাহ-রানাঘাট-নৈহাটি-শিয়ালদহ রুটে রাত ৯টা ৪০ থেকে ভোর ৩টে ১০মিনিট পর্যন্ত পর্যন্ত ৬টি ট্রেন চলবে। তারমধ্যে মধ্যে ২টি শিয়ালদহ-রানাঘাট, ২টি নৈহাটি-রানাঘাট ও ২টি শিয়ালদহ-নৈহাটি লোকাল। ৪ ট্রেন চলবে শিয়ালদহ-কল্যাণী শাখায়। ওই রুটে রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ২টো ৫৫ মিনিট পর্যন্ত পাওয়া যাবে। রাত পৌনে ১২টা থেকে ভোর ৪টে ৫৫ মিনিট পর্যন্ত রানাঘাট নৈহাটি কৃষ্ণনগর শেকশনে বাড়তি ৫টি ট্রেন পাওয়া যাবে।  
পঞ্চমী থেকে দশমীরদিন রাত ১০.২০ থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত বনগাঁ শাখায় বিশেষ ৪টে  ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে শিয়ালদহ থেকে বনগাঁ চলবে দুটি ট্রেন আর দুটি ট্রেন চলবে শিয়ালদহ-বারাসতের মধ্যে। 
শিয়ালদা-বারুইপুর রুটে রাত ১১ টা ৪০ মিনিট থেকে ভোর ৪ টে ৩০ মিনিট পর্যন্ত ৬টি লোকাল ট্রেন চলবে। শিয়ালদা-বারুইপুর লাইনে চলবে ২টি লোকাল ট্রেন। ৪টি লোকাল ট্রেন চলবে বালিগঞ্জ-বারুইপুর লাইনে।
শিয়ালদা-বজবজ রুটে রাত সাড়ে ১১টা থেকে রাত ৩ টে ৪০ মিনিট পর্যন্ত ৬টি স্পেশাল লোকাল ট্রেন চলবে। শিয়ালদা-বজবজ লাইনে চলবে ২টি স্পেশাল লোকাল ট্রেন। নিউ আলিপুর-বজবজ লাইনে ৪টি স্পেশাল লোকাল ট্রেন চলবে।

অন্যদিকে শারদ উৎসবের দিনগুলোতে চূড়ান্ত নজরদারি চালাতে হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নিচ্ছে হাওড়া সিটি পুলিশ। রেল পুলিশের সাথে যৌথ ভাবে হাওড়া ময়দান ও হাওড়া মেট্রো স্টেশনে বিশেষ নজরদারি করা হবে। মেট্রো রেলের যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মেট্রো স্টেশনে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে পণ্যবাহী গাড়ি চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠি। এদিন হাওড়া পুলিশ লাইনে সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, শারদ উৎসবের দিনগুলো নিব্রিঘ্নে কাটাতে হাওড়া সিটি পুলিশ এলাকায় ২৫০০ পুলিশ কর্মী ডিউটি থাকবেন। হাওড়া সিটি পুলিশ এলাকায় দুই হাজার সিসি টিভি ক্যামেরার নজরদারি চালানো হবে। তিনি জানান হাওড়া সিটি পুলিশ এলাকায় ১ হাজার ৪৮৬ টি পূজো মধ্যে বড় পূজোর সংখ্যা ৮১ টি। শারদ উৎসবের রাতের দিনগুলোতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মহিলা পুলিশ কর্মীরা রাস্তায় থাকবেন বলে জানান তিনি। তিনি আরও জানান শারদ উৎসবের দিনগুলোতে দুপুর ২ টা পর থেকে হাওড়া সিটি পুলিশ এলাকায় বড় রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যানচলাচলও নিয়ন্ত্রণ করা হবে বলে জানান তিনি।

Comments :0

Login to leave a comment