বিহারের বেগুসরাইয়ে নির্বাচনী প্রচারের মিছিল থেকেই এবার মোদীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী দলনেতা বলেন, নরেন্দ্র মোদী ট্রাম্পকে 'ভয়' পান এটুকুই নয়, আদানি-আম্বানির কথায় রিমোট চালিত যন্ত্রের মতো আচরণ করেন।
বেগুসরাইয়ে নির্বাচনী প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন যে কেন্দ্রের বিজেপি জোট সরকার ডেটা সস্তা করে দিয়েছে। মোবাইল ব্যবহার করে রিল বানাচ্ছে যুবরা। তা থেকে টাকাও রোজগার করছে।
বিভিন্ন সোশাল মিডিয়ায় রিল দেন নিয়মিত এমন বহু যুব বলেছেন যে আয় সামান্যই। এদিন রাহুল এই প্রশ্নেই বলেন যে ডেটা ব্যবহার যত হচ্ছে পকেট ভরছে আম্বানির। তাদেরই ব্যবসা করার সুযোগ দিয়ে রেখেছে মোদী সরকার।
এদিনে নির্বাচনী প্রচার থেকে মহাত্মা গান্ধীর উল্লেখ করে লোকসভার বিরোধী দলনেতা বলেন, "শুধু মাত্র ৫৬ইঞ্চি ছাতি থাকলেই হয় না। মনে করুন মহাত্মা গান্ধীকে। ভারতের পরাধীনতার সময় তিনি কিভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন। আর এদিকে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের সময় ট্রাম্পের গলার আওয়াজ শুনেই প্যানিক অ্যাট্যাকে দু’দিনের মধ্যে সব গুটিয়ে ফেললেন।"
রাহুল বলেন, ছোট ও মাঝারি ব্যবসাকে ধ্বংস করে কর্পোরেটদের সাহায্য করবেন বলেই মোদী নোটবন্দি ও জিএসটি -র মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। ভোট পাওয়ার জন্য তিনি এখন সবই করবেন, ভোটের জন্য পারলে স্টেজে উঠে নাচবেন তিনি। তবে সেটা ভোট পর্যন্তই। তারপর তো তিনি শুধু মাত্র তাঁর প্রিয় কর্পোরেটদের জন্যই কাজ করবেন।
রাহুলের বক্তব্য, বিহারে বিরোধীরা সরকার গড়লে ছোট এবং মাঝারি ব্যবসার ক্ষেত্র বাড়িয়ে স্বনির্ভরতায় জোর দেওয়া হবে।
রাহুল দাবি করেন বিহারে বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’ সরকার গড়লে জনসাধারণের হয়েই কাজ করবে। কোনও বিশেষ অংশের হয়ে কাজ করবে না।
রাহুল বলেন, ‘‘বিজেপি ও আরএসএস যৌথভাবে কর্ণাটক, হরিয়ানা, মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রে ভোটচুরি করেছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ‘মহাগঠবন্ধন’ সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে।
এর আগে এসআইআর’র আবহে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ করেন রাহুল।
Rahul Bihar
এসআইআর-এ ‘মহাগঠবন্ধন’ সমর্থকদের বাদ দিয়েছে কমিশন: বেগুসরাইয়ে রাহুল
বেগুসরাইয়ে বিরোধী জোটের জনসভার একাংশ।
×
Comments :0