RAHUL EC

ভোটচুরি ধরার আশ্বাস নেই, উলটে রাহুলকেই নোটিস কমিশনের

জাতীয়

স্বচ্ছ ভোটার তালিকা দেওয়ার প্রতিশ্রুতি নেই। ভোটার তালিকায় গলদ ধরে দেওয়ার পরও ভুলের স্বীকারোক্তি নেই। বরং, অভিযোগ তোলায় হেনস্তার চেষ্টা অব্যাহত। 
রবিবার লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীকে নোটিস পাঠালো নির্বাচন কমিশন। কর্নাটকে কমিশনের সিইও’র দপ্তর থেকে পাঠানো হয়েছে নোটিশ। রবিবার কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘যে মহিলা দু’বার ভোট দিয়েছে বলে আপনি দাবি করেছিলেন তার প্রমাণ কমিশনে পেশ করুন।’ 
গত শুক্রবার স্লাইড শো করে কর্নাটকের মহাদেবপুরা বিধানসভার ভোটার তালিকায় একের পর এক অসঙ্গতি দেখান রাহুল। ৭১ বছরের শাকুন রানি এবং ২৭ বছরের গুরকিরাত সিং ডাঙে নামে দু’জনের উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে। ডাঙয়ের নামে চারটি এপিক কার্ড রয়েছে। শাকুন রানির দু’টি এপিক নম্বরও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাখা তালিকায় রয়েছে। 
কেবল এক ব্যক্তির নামে একাধিক ভোটার কার্ডই নয়, এক ঠিকানায় বহু নাম, নামের সঙ্গে উল্লিখিত উদ্ভট ঠিকানা, অস্পষ্ট ছবি যা কম্পিউটারে স্ক্যান করা যায় না, অন্য রাজ্যে নাম রয়েছে এমন ভোটার। মোট ৬ লক্ষ ভোটারের এই বিধানসভা কেন্দ্রে ১ লক্ষের বেশি জাল নাম রয়েছে তালিকায়, হিসেব দিয়ে দেখান রাহুল। 
রাহুল দাবি করেন, অনলাইনে নির্বাচন কমিশনের ভোটার তালিকা যে ফরম্যাটে রয়েছে তাতে সরাসরি পরীক্ষা করা যায় না। করা গেলে, একটি বিধানসভা কেন্দ্রের জন্য ৬ মাস খাটতে হতো না। কয়েক মিনিটেই হয়ে যেত। কম্পিউটারে পরীক্ষা করা যায় এমন ফরম্যাটে স্বচ্ছ ভোটার তালিকা দেওয়ার দাবি সমানে তুলছেন রাহুল।
রাহুল দেখান যে শাকুন রানির নাম রয়েছে দু’টি আলাদা এপিক নম্বরে নবপ্রজ্ঞা পাবলিক স্কুল এবং মুন্নেকোলালু বুথে। লোকসভা ভোটে দু’টি বুথে এজেন্টদের তালিকাও দেখান রাহুল। দু’টি বুথেই শাকুন রানির নামে ভোট পড়েছে। 
রাহুল দেখান যে প্রথম বারের ভোটদাতা ৭১ বছরের শাকুন রানি। ৭০’র বেশি বয়সের বহু নাম ‘প্রথমবারের ভোটদাতার’ তালিকায়। ভোটচুরির কৌশল বোঝাতে এই অসঙ্গতিকেও পেশ করেছেন রাহুল। 
এমন একগুচ্ছ অসঙ্গতি কাটাতে ব্যবস্থার নেওয়ার কোনও আশ্বাস নির্বাচন কমিশন দেয়নি। বরং, ভোটচুরি ধরায় নোটিস পাঠিয়েছে অভিযোগকারী লোকসভা দলনেতাকে।

Comments :0

Login to leave a comment