গুজরাটের নায়েরা এনার্জি সংস্থার তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের যুক্তি, এই সংস্থার ৪৯.১৩ শতাংশ মালিকানা রয়েছে রাশিয়ার সরকারি তেল সংস্থার হাতে।
নায়েরা এনার্জির পেট্রোপণ্য রপ্তানির উপর ১৮ জুলাই ইউরোপীয় ইউনিয়ন এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে চাপে ফেলতে আমেরিকা এবং তাদের সহযোগী ইউরোপীয় ইউনিয়ন একাধিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে রাশিয়ার ওপর। রাশিয়া কম দামে অপরিশোধিত তেল রপ্তানি করেছে। ভারত কম দামে কিনেছে অপরিশোধিত তেল। তবে দেশের মানুষ তাতে সামান্য সুবিধাও পাননি। বরং পেট্রোলিয়াম শোধনাগার সেই তেলই পশ্চিমের দেশে রপ্তানি করে বিপুল মুনাফা কামিয়েছে।  
ইউরোপীয় ইউনিয়ন কেবল ভারত নয়, রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনছে এমন সব দেশের ওপরই শর্ত চাপাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বলা হয়েছে, পশ্চিমের সংস্থার জাহাজ এবং বিমা ব্যবহার করলে রাশিয়াকে প্রতি ব্যারেলে ৬০ ডলার থেকে কমিয়ে ৪৭.৬ ডলার দিতে হবে।  
ভারতকে অপরিশোধিত তেলের বিপুল অংশই আমদানি করতে হয়। কিন্তু ভারতে পরিশোধনের পরিকাঠামো যথেষ্ট পোক্ত। সে কারণে উৎপাদিত পেট্রোপণ্য আর্ন্তজাতিক বাজারে রপ্তানি করে। ভারতের ক্ষেত্রে পেট্রোলিয়াম পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার হলো ইউরোপ। 
ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপের সমালোচনা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন দ্বিচারিতা করছে। অন্যদের রাশিয়ার থেকে তেল কিনতে বাধা দিচ্ছে। কিন্তু নিজেরা দিনে যতটা তেল কেনে তা ভারত ৩ মাসে কেনে।
EU sanction
রাশিয়ার তেল, গুজরাটের সংস্থায় নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0