গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Election) প্রথম দফার ভোট গ্রহণ চলছে। আজ ৮৯ আসনের ভোট গ্রহণ হবে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা নাগাদ। নির্বাচন কমিশন সূত্রের খবর, প্রথম পর্বের নির্বাচনে মোট ৭৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যার মধ্যে ৭০ জন মহিলা। বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি-সহ ছোটবড় ৩৯টি দল প্রার্থী দিয়েছে। গুজরাটে বিজেপি টানা সপ্তমবারের জন্য জয় আশা করছে। সকাল ১১টা পর্যন্ত ভোট দানের হার ১৮.৮৬ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনগণকে গুজরাট নির্বাচনের প্রথম ধাপে বিপুল সংখ্যায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন।
                        
                        
বিশিষ্ট প্রার্থীদের মধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোদিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি খাম্বালিয়া থেকে, প্রাক্তন কংগ্রেস নেতা এবং ভিরামগাম থেকে বিজেপি প্রার্থী হার্দিক প্যাটেল এবং ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা, যিনি জামনগর (উত্তর) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
দ্বিতীয় ধাপের ভোট হবে ৫ ডিসেম্বর। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর।
 
                                         
                                    
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0