Pakistani Rangers

পাকিস্তানি রেঞ্জারকে ফেরত দিল ভারত

জাতীয় রাজ্য

পূর্ণম কুমার সাউয়ের আট বছরের ছেলে। ছবি অভীক ঘোষ।

বুধবার সকালে ভারতীর বিএসএফ জওয়ানের পূর্ণম কুমার সাউয়ের সঙ্গে মুক্তি পেয়ছেন পাকিস্তানের রেঞ্জার মুহাম্মদ উল্লাহ। রাজস্থান সীমান্তে ধরা পড়া পাকিস্তান রেঞ্জার্স মোহাম্মদ উল্লাকে ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে বলে এদিন জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলি। পাকিস্তানের রেঞ্জার্স গত ৩ মে আটক হন। পঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে সকালেই মুক্তি দিয়েছে পাকিস্তান। তার পরেই রাজস্থান থেকে আটক পাক রেঞ্জারকে মুক্তি দেয় ভারত। সমস্ত প্রোটোকল মেনে দুই দেশ বন্দিদের হস্তান্তর কার্যকর করেছে বিএসএফ। বিএসএফের একটি সূত্র জানিয়েছে, ‘‘হস্তান্তরটি শান্তিপূর্ণভাবে এবং প্রোটোকল মেনে সম্পন্ন হয়েছে। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন ভারতীর বিএসএফ জওয়ানের পূর্ণম কুমার সাউ। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ অমৃতসরের আটারির চেকপোস্টে তাকে মুক্তি দেওয়া হয়। পাকিস্তানের সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানায়, পাকিস্তান রেঞ্জার্স মোহাম্মদ উল্লাহকে পাকিস্তানি আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্নমের আট বছরের ছেলে আরব বলছে বাড়ি ফিরলে খুব খেলা হবে, মজা হবে। যেদিন তার বাবাকে বন্দি করেছিল পাকিস্তান। তারপর দিন থেকে স্কুলে যাওয়া বন্ধ হয়েছিল তার। কিছুটা চুপচাপ হয়ে গিয়েছিল। মায়ের পাশে ঘুরঘুর করতো সবসময়। আর বলেছে 'মুঝে পাপা চাহিয়ে'। মা সান্ত্বনা দিয়ে বলতেন বাবা ফিরে আসবে। বয়স কম কিন্তু বোঝদার পূর্নমের ছেলে আরব। তার বাবার কর্মস্থলে গিয়ে ফিরে এসেছে মায়ের সঙ্গে। ফিরোজপুর বর্ডার পেরিয়ে পাকিস্তানের হাতে বন্দি হয়েছিলেন বিএসএফ কনস্টেবল পূর্নম কুমার সাউ ।আজ তার মুক্তির পরই বাড়িতে খুশির আবহাওয়া। ঘরে বসে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন মা। আরব তখন পাশে বসে খেলনা গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত। তাকে করতেই বলতে থাকে, বাবা আমাকে খুব ভালোবাসে। আমাকে অনেক জায়গায় বেড়াতে নিয়ে গেছে। অনেক উপহারও দেয়। এতদিন বাবার ছবির সঙ্গে কথা বলেছি। এখন সত্যি করে বাবার সঙ্গে কথা বলেছি। এবার মনের শান্তি হল। বাবা বাড়ি এলে তার কোলে বসে খেলব। পিঠে বসে ঘোড়া ঘোড়া খেলব। অনেক মজা হবে। বাবা আমাকে ফোনে বলল, বেটা চিন্তা কোরো না।পড়াশোনায় মন দাও আমি তাড়াতাড়ি ফিরব।
বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ মুক্তি পেয়েছেন কিন্তু এখনই বাড়ি ফিরতে পারবেন না। তাঁর শারীরিক পরীক্ষা হবে সেই সঙ্গে হবে জিজ্ঞাসাবাদও। সব মিলিয়ে তাঁর বাড়ি ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে বলে এদিন বিএসএফ একটি সূত্র জানিয়েছে। 

Comments :0

Login to leave a comment