Russia Oil India

ট্রাম্পের হুমকির আগেই রাশিয়ার তেল কেনা কমিয়েছে ভারত

আন্তর্জাতিক

আমেরিকার রাষ্ট্রপতির শুল্ক হুমকির আগে থেকেই রাশিয়ার তেল কেনা কমাচ্ছে ভারত। আমেরিকা এবং পশ্চিমের দেশগুলি রাশিয়ার থেকে জ্বালানির তেল আমদানি কমাতে চাপ বাড়িয়েছে গত দু’মাসে।
১ আগস্ট থেকে ভারতের আমদানির ওপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোানল্ড ট্রাম্প। প্রধান আপত্তি, রাশিয়ার থেকে ভারতের জ্বালানি আমদানি। চড়া হারে শুল্কের সঙ্গে জরিমানও চাপিয়েছে আমেরিকা।
ভারতের সংসদে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল দেশের স্বার্থকেই প্রধান গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তবে ভারত মোটেই ট্রাম্পকে ঘিরে কড়া কথা বলছে না। বরং দিল্লির যুক্তি, নতু শুল্ক প্রস্তাবে ভারত থেকে আমেরিকায় যায় এমন বেশিরভাগ পণ্য ছাড় পেয়েছে। ফলে ভারতীয় রপ্তানির অল্প অংশই চড়া শুল্কের আওতায় পড়বে। 
এদিকে জলযান চলাচল সংক্রান্ত জুলাইয়ের তথ্য জানাচ্ছে যে মে-র তুলনায় কমেছে রাশিয়ার তেল আমদানি। মে এবং জুনের গোড়ায় ভারতীয় তেল পরিশোধনাগারে রাশিয়ার তেলের পরিশোধনের মাত্রা কমেছে। 
ট্রাম্প আবার বলেছেন যে তিনি শুনেছেন যে ভারত আর রাশিয়ার থেকে তেল কিনছে না। এই পদক্ষেপের তারিফও করেছেন তিনি। তবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল শনিবার বলেছেন, আন্তর্জাতিক বাজারে কোন তেল কমে পাওয়া যায় তার ভিত্তিতে সিদ্ধান্ত নেয় ভারত। আন্তর্জাতিক পরিস্থিতিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হয়।  
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলি। তবে ভারত রাশিয়ার থেকে কম দামে তেল কিনে পেট্রোপণ্য সেই দেশগুলিতেই পাঠাচ্ছে। দেশের বেসরকারি তেল পরিশোধনাগারের লাভ হলেও ভারতের জনতার হয়নি। কমেনি তেলের দাম।

Comments :0

Login to leave a comment