UN Palestine India

স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে প্রস্তাব ফের পাস রাষ্ট্রসঙ্ঘে, ভোট ভারতেরও

আন্তর্জাতিক

গাজায় হামলার বিরতি এবং প্যালেস্টাইনের স্বীকৃতির পক্ষে রাষ্ট্রসঙ্ঘে আনা প্রস্তাবে ভোট দিল ভারত। 
রাষ্ট্রসঙ্ঘে ফ্রান্স সহ একাধিক দেশের উদ্যোগে পেশ এই প্রস্তাবে বিপুল সমর্থন মিলেছে। ১৪২ টি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে। আর বিরোধিতা করে ভোট দিয়েছে আমেরিকা, আর্জেন্টিনার মতো ৯টি দেশ।
স্বাধীনতা আন্দোলনেও ভারত প্যালেস্টাইনের জনতার স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। বরাবর ভারত প্যালেস্টাইনের জনতার পক্ষেই অবস্থান নিয়েছে। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার আসীন হওয়ার পর থেকে এই অবস্থানে গুরুতর পরিবর্তন হয়েছে। 
গাজায় আগ্রাসনের মধ্যেও ভারত বারবার সংঘর্ষ বিরতি এবং প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে প্রস্তাব এড়িয়ে গিয়েছে। আমেরিকা ইজরায়েল অক্ষের পক্ষে নরেন্দ্র মোদির নেতৃত্বে বারবার অবস্থান নিয়েছে ভারত। 
সেই বিচারে এদিন রাষ্ট্রসঙ্ঘে ভারতের অবস্থানকে ভিন্ন ধর্মী বলছেন পর্যবেক্ষকদের একাংশ। ফ্রান্স এবং সৌদি আরবের আনা এই প্রস্তাব ২০২৩ এর ৭ অক্টোবর হামাসের আক্রমণেরও নিন্দা করেছে। বলা হয়েছে এই আক্রমণের পাল্টা হিসেবে ইজরাইলের ধারাবাহিক আগ্রাসন অত্যন্ত বিপজ্জনক। হতাহতের সংখ্যা বেড়েছে, গাজার বিস্তীর্ণ অংশ ধ্বংস হয়েছে। আর এখন গাজায় বিপুল সংখ্যক বাসিন্দা বিশেষ করে শিশুরা দুর্ভিক্ষের মুখে পড়েছে। অনাহারে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে প্রতিদিন। 
গত জুলাইয়ে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের দপ্তরেই আরব লিগ এবং ফ্রান্সের মতন কয়েকটি দেশ প্যালেস্টাইন প্রশ্নে প্রস্তাব পাস করে। এই নিউ ইয়র্ক রেজোলিউশনের বক্তব্য অনুযায়ী এদিন প্রস্তাব পেশ হয়েছিল। 
গত জুলাইয়ে যে প্রস্তাব পেশ হয়েছিল সেখানে প্যালেস্টাইনের প্রতিরোধী গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণ করার প্রস্তাব ও দেওয়া হয়েছিল।  
উল্লেখ্য রাষ্ট্রসঙ্ঘে বারবারই ইসরাইল এবং প্যালেস্টাইন দুই স্বাধীন রাষ্ট্রের পক্ষে প্রস্তাব গৃহীত হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে এমন সমর্থন থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তবে বারবারই প্যালেস্টাইনের জনতার মুক্তি আন্দোলনের পক্ষে বিশ্ব জনমতের সমর্থনের প্রমাণ দিয়েছে।

Comments :0

Login to leave a comment