India world champions

মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় ভারতের

জাতীয়

ইতিহাস। ভারতের মাটিতে লেখা হলো ক্রিকেটের নতুন ইতিহাস। প্রথমবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়ী হলো ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এদিন জয়ী হয়েছে ভারতীয় ক্রিকেট দলের মহিলা সদস্যরা। 

স্বপ্ননগরীতে স্বপ্নপূরণ হলো তবে তবে।২৫ বছরের অপেক্ষাকর শেষে ঘরে এলো প্রথম ট্রফি।
৪১ ওভারে  দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লারা উল্ভার্ট এর অতি গুরুত্ব পূর্ণ উইকেট নেন আমানজীৎ কৌর। বল করেন দীপ্তি শর্মা। গোটা ম্যাচে তিনি বিভিন্ন স্বময় অতন্য গুরু ও সব উইকেট নেন তিনি।
৪৪ ওভারে শ্রীচরনির বলে ডিকলাক ৩টি ৪ হাঁকালেও শেষ বলে শ্রীচরণী থাকার গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়ে নেন।৪৫ ওভারে দীপ্তির বলে এন ডি ক্লার্ক এর বেএকটি তুলে নেন হরমানপ্রীত কৌর।এবং এসব সেইঅতি প্রত্যশিত জয় । 
৫২(২৮) রানে জয়লাভ ভারতের ।
সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত প্রমাণ করে দিয়েছিল যে ফাইনালে তারাই ফেভারিট। কিন্তু ফাইনাল খেলা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যায় না। তবে এদিন প্রথম থেকেই খেলার হ্রাস নিজেদের হাতে রেখে ছিল ভারত। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ২৯৯ টার্গেট টায় ভারত। প্রথম দিকে কিছুটা চেষ্টা করল পরবর্তীকালে নড়বড়ে দক্ষিণ আফ্রিকা হাল ছেড়ে দেয়। ম্যাচ নিজের পকেটে পুরানে ভারত। 
এর আগে ১৯৮৩ এবং ২০১১ সালে পুরুষ বিভাগে বিশ্বকাপ জয়ী হয়েছিল ভারত এবার প্রথম মহিলা বিশ্বকাপ নিজেদের ঘরে তুলল ভারত।
এখনও একবিংশ শতাব্দীতে যখন বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে মহিলাদেরকে সমাজে জুজু দেখিয়ে কোণঠাসা করা হচ্ছে তাদের উপর নামিয়ে নেওয়া উচিত বিভিন্ন আক্রমণ। মনুবাদী কায়দায় চলছে তাদের উপর আক্রমণ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় সমাজে নতুন বার্তা দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।

Comments :0

Login to leave a comment