BADMINTON

হং কং ওপেনের ফাইনালে সাত্ত্বিকসিরাজ - চিরাগ শেট্টি জুটি

খেলা

শনিবার হং কং ওপেনের ফাইনালে উঠলেন ব্যাডমিন্টনে ভারতের তারকা জুটি সাত্ত্বিকসিরাজ - চিরাগ শেট্টি জুটি। চাইনিজ তাইপেয়ের জুটি বিং ওই এবং চেন চেংকে ২১-১৭ এবং ২১-১৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এই জুটি। ২০২৪ সালে থাইল্যান্ড ওপেনের পর ফের একবার ফাইনালে উঠলেন তারা। এর আগে পাঁচটি প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছিল বিশ্বের অন্যতম সেরা এই ব্যাডমিন্টন জুটি। ফাইনালে ট্রফি স্পর্শ করতে মরিয়া সিরাজ - চিরাগ জুটি। ফাইনালে চীনের লিয়াং ওই কেঙ ও ওয়াং চেংয়ের বিরুদ্ধে তাদের খেলতে হবে। 

এই প্রতিযোগিতার অন্য ম্যাচে কোয়ার্টারে মুখোমুখি হয়েছিলেন লক্ষ্য সেন ও আয়ুষ শেট্টি। সেমিফাইনালে উঠেছেন লক্ষ্য সেন। প্রথম গেমে ২১-১৬ ব্যবধানে জয় পেয়েছিলেন লক্ষ্য সেন। পরের গেমে ২১-১৭ ব্যবধানে প্রত্যাবর্তন করেন আয়ুষ। তৃতীয় গেমে ফের ২১-১৩ব্যবধানে জেতেন লক্ষ্য সেন। শনিবার চীনের চৌ টিয়েন চেনের বিরুদ্ধে সেমিফাইনালে নামবেন লক্ষ্য। লক্ষ্যের লক্ষপূরণে খেতাব জয়ের স্বপ্ন দেখছে ভারত।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন