৩৩বছরের জ্যাভেলিন থ্রোয়ার অন্নু রানী বিদেশের মাটিতে উজ্জ্বল করলেন ভারতের নাম। পোল্যান্ডের সেজিনে অষ্টম আন্তর্জাতিক ওইসলো মেনিয়াক মেমোরিয়াল প্রতিযোগিতায় জ্যাভেলিন থ্রো করেন ৬০মিটারেরও বেশি। এর আগে বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ব্রোঞ্জ ট্যুরে ৬২.৫৯মিটারের রেকর্ড এবং ৬৩.৮২মিটারের জাতীয় রেকর্ড গড়েছিলেন ২০২২সালে। ২০২২ সালেই এশিয়ান গেমসে সোনাও জেতেন অন্নু ।প্রথম প্রচেষ্টায় ৬০.৯৫মিটারের পর তার সেরা ৬২.৫৯ মিটারের থ্রো অন্নু করেন তার দ্বিতীয় প্রচেষ্টায়। নিজের ষষ্ঠ এবং সর্বশেষ প্রচেষ্টায় তিনি আবারো ৬০মিটারের উর্দ্ধে ৬০.৭ মিটারের থ্রো করেন। আগামী সেপ্টেম্বরের বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় যোগ্যতা অর্জনের ক্ষেত্রে অন্নুকে ৬৪মিটার থ্রোয়ের মানদন্ডে পৌঁছাতেই হবে। তবে তার আগে তার এই পারফরম্যান্স বিশ্ব র্যাংকিং কোটায় তার সুযোগের ক্ষেত্রে গণনায় ধার্য করা যেতে পারে। আপাতত আগামী ১০তারিখ ভুবনেশ্বরের বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ব্রোঞ্জ লেভেল মিট প্রতিযোগিতায় ফোকাস করতে হবে অন্নু রানিকে।
8th International Wieslaw Maniak Memorial meet
পোল্যান্ডে ভারতের তেরঙ্গা ওড়ালেন অন্নু রানি

×
Comments :0