INDIAN WOMEN'S FOOTBALL TEAM RANKING

ভারতীয় মহিলা ফুটবল দলের র‍্যাঙ্কিংয়ের উন্নতি

খেলা

বর্তমানে ভারতের পুরুষদের ফুটবলের ভবিষ্যতের অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রায় ১০বছরের বেশি সময় ধরে শীর্ষ লিগ আইএসএল চললেও কোনো উন্নতি হয়নি ভারতীয় ফুটবলে। ফুটবলের মানের সঙ্গে ধীরে ধীরে নিচে নেমেছে দেশের র‍্যাঙ্কিংও। তবে এক্ষেত্রে কিছুটা গর্ব দিতে পারছে ভারতের মহিলা ফুটবল দল। বর্তমান ফিফা ( ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ) -র উইমেন্স র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ভারতের র‍্যাঙ্কিং দাঁড়িয়েছে ৬৩তে। ২০২৩সালে মহিলা ফুটবল দলের সেরা র‍্যাঙ্কিং ছিল ৬১। কিছুদিন আগেই ভারত তাদের থেকে ভালো র‍্যাঙ্কিং-র দল থাইল্যান্ডকে হারিয়ে এএফসি এশিয়ান কাপ প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করেছিল। এছাড়াও শেষ কয়েকবছরে উইমেন্স দলের পারফরম্যান্স যথেষ্টই ভালো। আইডাব্লিউএল বা IWL ( ইন্ডিয়ান উইমেন্স লিগ ) চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। সেইদলের খেলোয়াড় সঙ্গীতা বাসফোর থাইল্যান্ডের বিরুদ্ধে জয়সূচক দুটি গোল করেছিলেন। পুরুষদের ফুটবলের ডুবন্ত পরিস্থিতিতে মহিলা ফুটবল দলের র‍্যাঙ্কিং-র এই উন্নতির  খবর নিঃসন্দেহে নতুন বার্তা বয়ে আনবে এশিয়া তথা বিশ্ব  ফুটবলের মানচিত্রে ভারতীয় ফুটবলের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে।     

Comments :0

Login to leave a comment