লিভারপুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতের জ্যাসমিন। প্যারিস অলিম্পিকের সোনাজয়ী পোল্যান্ডের জুলিয়া সাজেরমেতাকে হারিয়ে সোনা জিতলেন জ্যাসমিন । ৫৭কেজির বিভাগে ৪-১ ব্যবধানে জয় পান জ্যাসমিন। এই প্রতিযোগিতাতেই ৮০কেজি বিভাগের নুপুর শেওরান ও পূজা রানী জিতেছেন রুপো এবং ব্রোঞ্জ পদক। এই জয়ের সঙ্গে সঙ্গেই জ্যাসমিন ভারতীয় সেরা বক্সারদের তালিকায় জায়গা করে নিয়েছেন যারা বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছেন। ম্যারি কম ২০০২ , ২০০৫ , ২০০৬ , ২০০৮ , ২০১০ ও ২০১৮তে মোট ছয়বার এই শিরোপা জিতেছিলেন। নিখাত জারিন জিতেছিলেন ২০২২ও ২০২৩-এ । লভলিনা বোরগোহেইন ২০২৩ সালে এই শিরোপা জিতেছিলেন। পোল্যান্ডের আগাতার বিরুদ্ধে ৩-২ -র সংকৃর্ণ ব্যবধানে হেরে গেলেন নুপুর শেওরান। সেমিফাইনালে ইংল্যান্ডের এমিলির কাছে ১-৪ফলাফলে হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল পূজা রানীকে।
World Boxing Championship 2025
বিশ্ব বক্সিংয়ে সোনা জয় জ্যাসমিন লম্বরিয়ার

×
মন্তব্যসমূহ :0