ইরানের বিক্ষোভকারীদের সমর্থনের জন্য শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খোমেইনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী‘ বলে আখ্যায়িত করেন। একইসঙ্গে ইরানে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য তিনি বিক্ষোভকারীদের পিছনে আমেরিকার মদতকেই দায়ী করেছেন।
ইরানের সরকারি টেলিভিশনে খোমেইনি বলেন, গোটা বিদ্রোহের ঘটনায় মার্কিন রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহীদের মদত দিয়েছেন। আসলে, আমেরিকা রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে ইরানের উপর তাদের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরও বলেন, সমগ্র বিদ্রোহে ক্ষয়ক্ষতি এবং ইরানের বিরুদ্ধে দোষারোপ করার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী বলে মনে করছি।
খোমেইনি বিক্ষোভকারীদের মার্কিন যুক্তরাষ্ট্রের পদাতিক সৈন্য বলে উল্লেখ করেন। তারাই মসজিদ এবং শিক্ষাঙ্গনগুলিকে ধ্বংস করছে। পাশাপাশি তিনি বলেন যে গত কয়েকদিনের ঘটনাক্রমে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে আমেরিকা-ইরান দ্বন্দ্ব সামরিক সংঘাতের স্তরে পৌঁছানোর উপক্রম হয়। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিতে থাকে কাতারে কাতারে মানুষ। বহু মৃত্যুর খবর দিতে থাকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ট্রাম্প সরাসরি ইরান আক্রমণের হুমকি দেন। পালটা ইরান মধ্য প্রাচ্যে আমেরিকার ঘাঁটিতে হামলার হুমকি দেয়।
ইরান জানায় যে প্রতিবাদীদের গণহারে ফাঁসি দেওয়ার পরিকল্পনা নেই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রচার অস্বীকার করা হয়। বিক্ষোভের রেশও স্তিমিত হয়।
মার্কিন প্রেসিডেন্টের গলায় সমঝোতার সুর শোনা যায়।
ইরানে চলতি বিক্ষোভের অন্যতম কারণ অর্থনীতির সঙ্কটও। বিক্ষোভ শুরু হয় তেহরানের বিখ্যাত বাজার এলাকা থেকে। তার অন্যতম কারণ ইরানের ওপর আমেরিকার লাগাতার নিষেধাজ্ঞা। এমনকি তৃতীয় কোনও দেশ লেনদেন করলে তার ওপরও নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছে আমেরিকা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাংশ বলছে যে গত ২৮ ডিসেম্বর থেকে চলা বিক্ষোভের উপর কঠোর দমন-পীড়নে প্রায় ৩০৯০ জন মারা গিয়েছেন। কয়েক দশক ধরে ইরানে বিভিন্ন বিক্ষোভের ফলে যত মানুষ মারা গিয়েছেন তার তুলনায় এই সংখ্যা অনেকটাই বেশি।
ইরানের শাসকগোষ্ঠী দেশকে এমন অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরাইলকে দায়ী করেছেন। গত শুক্রবার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন বাক্যালাপের সময়ও পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলকে দায়ী করেছেন।
Khamenei Trump
ট্রাম্পকে ‘অপরাধী’ বললেন খোমেইনি
×
Comments :0