Rammohan BJP Salim

বিজেপি-আরএসএস নয়া ফ্যাসিবাদী বলেই ওদের অসহ্য রামমোহন, বললেন সেলিম

রাজ্য

মধ্য প্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার রামমোহন রায় সম্পর্কে যা বলেছেন তা আচমকা করা কোনও মন্তব্য নয়। আরএসএস এটাই বিশ্বাস করে। রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমাদের প্রশ্ন করতে শিখিয়েছেন। প্রতিক্রিয়ার শক্তির, নয়া ফ্যাসিবাদী শক্তির তা পছন্দ নয়। তারা আমাদের অতীতের গহ্বরে নিক্ষেপ করতে চায়। রামমোহন বিদ্যাসাগর ওদের কাছে অসহ্য।
মেদিনীপরে প্রয়াত সিপিআই(এম) নেতা দীপক সরকারের স্মরণসভায় এই মর্মে সরব হয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মধ্য প্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার রামমোহন রায়কে ‘ব্রিটিশের দালাল’ বলেছেন। গত শনিবার মধ্য প্রদেশে বিরসা মুন্ডার দেড়শতম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে পারমার আরও বলেন যে ‘রামমোহন রায় মেকি সমাজ সংস্কারক’। 
বিভিন্ন অংশ থেকেই এই মন্তব্যের প্রতিবাদ হয়েছে। আরএসএস এবং বিজেপি’র ধর্মীয় সাম্প্রদায়িক জাতীয়তাবাদের ধারণা বা ফ্যাসিবাদী হিন্দুরাষ্ট্রের ধারণা যে রামমোহন, বিদ্যাসাগরের চিন্তার একেবারে বিপরীত তা বারবার দেখা গিয়েছে। তীব্র প্রতিবাদের জেরে পারমার রবিবার বলেছেন যে ‘ভুল করে’ রামমোহন রায় সম্পর্কে এমন মন্তব্য করেছিলেন তিনি। সেলিম স্পষ্ট করেই বলেছেন যে ‘ভুল করে’ নয়, আরএসএস-র আদর্শের মধ্যেই এই ধারণা রয়েছে।  
সংবাদমাধ্যমের প্রশ্নেও সেলিম বলেছেন যে বিজেপি’র ভিত্তি সংগঠন আরএসএস ব্রিটিশদের পক্ষে ছিল। ব্রিটিশের বিরোধিতা করেনি। কখনও স্বাধীনতা লড়াইয়ে অংশ নেয়নি। স্বাধীনতার সংগ্রামে তাদের কোনও ভূমিকা নেই, সেই ইতিহাসে তাদের জায়গা নেই। সে কারণেই এরা বারবার আক্রমণ করে রামমোহন, বিদ্যাসাগর, গান্ধীজী, জওহরলাল নেহরুকে। 
সেলিম বলেন, ওরা তো মনে করে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ইতিহাস শুরু হয়েছে। আর তার আগে তারা ইতিহাসের উপাদান খোঁজে মৌর্য সাম্রাজ্য বা প্রাচীন ভারত থেকে। এই দুয়ের মাঝের সময় থেকে আরএসএস-বিজেপি’র কোনও উপাদান গ্রহণ করার নেই। 


রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকরা রুখে দাঁড়িয়েছিলেন কুপ্রথার বিরুদ্ধে। রুখে দাঁড়িয়েছিলেন সমাজের সেই সব মাথাদের বিপক্ষে যারা এই সব প্রথার পক্ষে প্রচার করত। মহিলাদের অধিকারের পক্ষে লড়াই করেছিলেন তাঁরা। রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করার পক্ষে লড়াই করেছিলেন। আরএসএস বিজেপি বরাবর অন্ধ কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামিকে মদত জোগায়। তাই রামমোহনকে ঘিরে নিন্দাবাদে নামতে হচ্ছে। যে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রী এমন মন্তব্য করেছেন সেই মধ্য প্রদেশে সমাজ সংস্কারের আন্দোলন হয়নি। যে যে রাজ্যে সমাজসংস্কারের আন্দোলন হয়েছে সেখানে ভিত্তি ছড়াতে আরএসএস’র অসুবিধা হয়। তাই আরএসএস সমাজ সংস্কারকদের নিন্দা না করে পারে না।

Comments :0

Login to leave a comment