DURAND CUP 2025

ডুরান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মোহনবাগান

খেলা

শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। গত ম্যাচে বিএসএফকে ৮গোলে হারানোয় গোলপার্থক্যে গ্রূপের শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার। সেই বিএসএফকেই ৪গোলে হারিয়েছিল মোহনবাগান। ফলে গোলপার্থক্যে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তাই শনিবারের এই ম্যাচে জিততেই হবে মোহনবাগানকে। ডুরান্ডের নিয়মানুযায়ী প্রত্যেকটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে পরবর্তী কোয়ার্টার ফাইনাল পর্বে এবং সবকটি গ্রুপ মিলিয়ে দ্বিতীয় সেরা মোট ২টি দল সুযোগ পাবে কোয়ার্টারের পর্বে। তবে দ্বিতীয় নয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে যেতে চাইছে মোহনবাগান। সেইমতোই প্রস্তুতি শুক্রবার করেছে তারা। তবে কোচ মলিনা এই ম্যাচে পাবেননা মনবীর , দীপেন্দু , আলবার্তো , কিয়ানদের। কার্ড সমস্যায় নেই টাংরিও। ফলে এই ম্যাচে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন রোশান , লেওয়ান , সালাহউদ্দিন , পাসাংরা। বিদেশিদের মধ্যে কাকে খেলাবেন মলিনা তা নিয়ে অবশ্য কোনো ইঙ্গিত তিনি দেননি। অনুশীলনে ম্যাকলারেন আলাদা ভাবে ফিজিওর কাছে অনুশীলন করছিলেন। তাই হয়তো এখনই তাকে নামিয়ে ঝুঁকি নেবেননা মলিনা। কামিংস ও টমের প্রথম একাদশে থাকার সম্ভাবনা বেশি।

অন্যদিকে নিজের পুরোনো দলের বিরুদ্ধে নামার আগে বেশ আবেগপ্রবণ কিবু ভিকুনা। তিনি বলেন ' মোহনবাগানের বিরুদ্ধে আমার প্রত্যেকটি খেলাই খুব স্পেশাল। কারণ আমি একসময় এই দলের দায়িত্বে ছিলাম। আমরা আইলিগ জিতেছিলাম। তবে এই ম্যাচটা একদমই আলাদা। ডায়মন্ড হারবার এফসি সবসময়তেই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত '। দুইজন নতুন বিদেশী এবং বেশ কয়েকজন অভিজ্ঞতাসম্পন্ন ভারতীয়দের নিয়ে গড়া ডায়মন্ড হারাবার দল তাই ভারতের সেরা দল মোহনবাগানের বিরুদ্ধে নামার জন্য তারা মুখিয়ে রয়েছে। এই দলে রয়েছেন নরহরি শ্রেষ্ঠা ও জবি জাস্টিনের মত খেলোয়াড়রা। নরহরি একসময় মোহনবাগানে এবং জবি খেলতেন ইস্টবেঙ্গলে। ডার্বিতে গোলও রয়েছে জবি জাস্টিনের। ফলে বিপক্ষ দল সম্পর্কে ভালোমতই অবগত তারা। ধুন্ধুমার এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।  

ডায়মন্ড হারবারের সম্ভাব্য প্রথম একাদশ - সুরজিৎ , নরেশ , অজিত , মেলরয় , কোর্তাজার , লিয়ানসাঙ্গা , পাল , ক্লেটন , জবি , গিরিক ও লুকা মাজেন।

মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল , টম , অভিষেক , রোশন , আশীষ , থাপা , আপুইয়া , লিস্টন , পাসাং , সাহাল ও কামিংস।  

Comments :0

Login to leave a comment