Nepal Deb Bhattacharya

প্রয়াত কমরেড নেপালদেব ভট্টাচার্য

রাজ্য

এসএফআই-র প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও সিআইটিইউ নেতা নেপালদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। 
বেশ‌ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার গভীর রাতে প্রয়াত হন। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ভাটপাড়া শ্মশানে। 
রাজ্যসভার সাংসদও ছিলেন তিনি।
ভট্টাচার্যের মরদেহ হাসপাতাল থেকে প্রথমে সিআইটিইউ রাজ্য দপ্তর শ্রমিক ভবন এবং সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দপ্তর মুজফ্ফর আহমদ ভবনে আনা হয়, তারপর এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন হয়ে দত্তবাগান মিল্ক কলোনিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে। তাঁর বাসভবন থেকে লেকটাউন বইমেলা অফিস হয়ে বেলা ১২ টায় বারাসতে সিপিআই(এম) উত্তর ২৪ পরগণা জেলা দপ্তরে পোঁছাবে। পার্টি জেলা দপ্তরে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা দপ্তর বারাকপুরে নিয়ে আসা হবে বেলা ১ টায়।
বারাকপুর থেকে যাওয়া হবে তাঁর পারিবারিক এলাকা ও প্রথম রাজনৈতিক কর্মক্ষেত্র ভাটপাড়ায়। ভাটপাড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Comments :0

Login to leave a comment