North Bengal Floods

ধূপগুড়ি-ময়নাগুড়ি এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ

রাজ্য জেলা

উত্তরবঙ্গ সফরে এসেও বন্যা বিধ্বস্ত ধূপগুড়ি ও ময়নাগুড়ি ব্লক পুরোপুরি এড়িয়ে যাওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্বিতীয়বারের জন্য বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গায় গেলেও তালিকা থেকে বাদ রাখলেন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত ধূপগুড়ি ও ময়নাগুড়িকে। এর ফলে ডুয়ার্সের এই দুই এলাকার বন্যাদুর্গত মানুষ মুখ্যমন্ত্রীর উপর থেকে মুখ ফিরিয়ে নিলেন।
মুখ্যমন্ত্রী আসবেন এই আশায় ধূপগুড়িতে আগেভাগে মঞ্চ তৈরি হয়েছিল এবং বহু দুর্গত মানুষ ত্রাণ শিবির ছেড়ে সেখানে এসে জড়ো হয়েছিলেন। প্রশাসন ও শাসকদলের তরফে প্রস্তুতিও নেওয়া হয়েছিল জোরকদমে। কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়েই ফিরতে হয় অপেক্ষমানদের। মুখ্যমন্ত্রী তাঁদের দুর্দশার কথা শুনবেন, এই আশা নিয়ে এসেছিলেন মানুষ। কিন্তু সেই সুযোগও না মেলায় স্থানীয়দের মধ্যে হতাশা ও ক্ষোভ ব্যাপক আকার নিয়েছে।
জানা গেছে, সোমবার মুখ্যমন্ত্রী নাগরাকাটায় পরিদর্শন শেষে যান মালবাজারে। সেখানে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং শিশুদের হাতে চকলেট তুলে দেন। এরপর সোজা তিনি মিরিকের উদ্দেশে রওনা দেন। অথচ, ডুয়ার্সের এই দুই অঞ্চল বাদ পড়া নিয়ে প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন। ধূপগুড়ির বন্যাদুর্গত বাসিন্দা দুলাল নাগ আক্ষেপ করে বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমরা অনেক আশা নিয়ে ত্রাণ শিবির থেকে এসেছিলাম। নিরাশ হয়ে ফিরতে হলো। আমাদের দুর্দশার কথা জানাবো ভেবেছিলাম, কিন্তু সে সুযোগও পেলাম না।” বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন ডুয়ার্সের এই দুর্গত অঞ্চলগুলি উপেক্ষিত থাকছে, সেই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। মুখ্যমন্ত্রীর এই আচরণে ক্ষোভ আরও তীব্র হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, ডুয়ার্সের এই এলাকাগুলি বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হলেও, রাজ্য সরকার তাদের প্রতি উদাসীন। মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বারের সফরেও একই চিত্র দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে সরকারের প্রতি আস্থা আরও কমতে শুরু করেছে। তাঁরা বলছেন, সরকার শুধুমাত্র লোক-দেখানো রাজনীতি করছে, প্রকৃত অর্থে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে না।
উত্তরবঙ্গের সাম্প্রতিক বিধ্বংসী বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে এদিন ফের ভুটানকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। ভুটান থেকে আসা অতিরিক্ত জলের কারণেই রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবিও জানালেন তিনি। সোমবার জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বামনডাঙ্গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, "ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক।’’

Comments :0

Login to leave a comment