General Strike

৯ জুলাই ধর্মঘট, প্রচারে উত্তরবঙ্গের পরিবহণ শ্রমিকরা

জেলা

কোচবিহার জেলায় এনবিএসটিসি-র বিভিন্ন ডিপোতে ধর্মঘটের প্রচারে পরিবহণ শ্রমিকরা।

শ্রমুকোড বাতিল করা, অস্বাভাবিক দ্রব্যমূল্যে রোধ করা, রাষ্ট্রায়ত্ত শিল্প গুলির বিলগ্নীকরণ বন্ধ করা, প্রকল্প ও ঠিকা কর্মীদের স্থায়ীকরণ করার দাবি সহ ১৭ দফা দাবিতে আগামী ৯ জুলাই সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। সেই ধর্মঘটে শামিল হতে চলেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিবহণ শ্রমিকরা। এক সীমাহীন বঞ্চনার মুখোমুখি দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র ভারি শিল্প উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় কর্মরত পরিবহণ শ্রমিকরা। বিশেষ করে এই সংস্থার কন্ট্রাক্টচুয়াল কন্ডাক্টর,  মেকানিক সহ এজেন্সি দ্বারা নিয়োজিত চালক ও কন্ডাক্টররা এই মুহূর্তে চরম সঙ্কটে। নিজেদের ন্যায্য প্রাপ্য আদায় করবার লক্ষ্যে প্রতিদিন প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এই প্রেক্ষাপটে আগামী ৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন এই বঞ্চিত পরিবহণ শ্রমিকরদের পাশাপাশি এই পরিবহণ সংস্থাকে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিনিয়ত রুখে দাঁড়ানো পরিবহন শ্রমিকেরা। তাই নিজেদের দাবি আদায়ের আন্দোলনের পাশাপাশি এই ধর্মঘটকে সফল করার জন্য জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন তারা।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কন্ট্রাক্টচুয়াল চালকদের বেতন বৃদ্ধির আদেশ দিয়েছে সরকার। অথচ এই সংস্থার কন্ট্রাক্টচুয়াল কন্ডাক্টর, মেকানিক সহ অন্যান্য শ্রমিকদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে কোন রকম উচ্চবাচ্য করা হচ্ছে না। রাজ্য সরকারের এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে এনবিএসটিসি’র চালকদের পাশাপাশি কন্ট্রাক্টচুয়াল কন্ডাক্টর,  মেকানিক সহ এজেন্সি দ্বারা নিয়োজিত চালক ও কন্ডাক্টরদের সমহারে বেতন দেওয়ার দাবিকে সামনে রাখার পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের যাত্রী পরিষেবা বজায় রেখে শিল্পকে রক্ষা করা,  সংস্থার বেসরকারিকরণের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা,  এই সংস্থাকে হেরিটেজ সংস্থা হিসেবে ঘোষণা করা, সংস্থার মৃত কর্মীর পোষ্য সহ সমস্ত কন্টাক্টচুয়াল কর্মীদের স্থায়ীকরণের দাবিকে সামনে রেখে আগামী ৯ জুলাই সাধারণ ধর্মঘটে শামিল হতে চলেছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পরিবহণ শ্রমিকরা। ইতিমধ্যেই বিভিন্ন আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে এই ধর্মঘটের প্রচার চালিয়ে যাচ্ছে সিআইটিইউ অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।

Comments :0

Login to leave a comment