শারদ উৎসবে গোা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে মাত্র ১ মিনিটের ঝড়ে লন্ডভন্ড উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। ঝড়ে তছনছ পাথরঘাটা, হুলোপাড়ার বহু বাড়িঘর। ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন বিকেলে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির দুই গ্রাম পাথরঘাটা, হুলোপাড়ার
প্রবল দমকা হাওয়া সঙ্গে বৃষ্টি হয়। ঝড়ে ভেঙে পড়ে বহু ঘরবাড়ি, আহত হয়েছেন একাধিক। ঝড়ের দাপটে ১৫-২০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। যারফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকায়। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে, শুরু হয়েছে উদ্ধার কাজ।
স্থানীয়দের কথায় এদিন বিকেল চারটে নাগাদ হঠাৎই অন্ধকারে ঢেকে যায় আকাশ। বৃষ্টি নামে সঙ্গে ঝড়। এক মিনিটের ঝড়ে সন্দেশখালীর পাথরঘাটা হুলোপাড়ার
এলাকার বহু ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙ্গে লন্ডভন্ড করে হয়ে যায়৷
Sandeshkhali
এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালি, জখম চার

×
Comments :0