কবিতা
হিরোশিমার চিঠি
সৌরভ দত্ত
মুক্তধারা
ভস্মীভূত গাছের বাকলে আজও ধূসর ক্ষত চিহ্ন জমে
শিশুদের শরীরে দগদগে ঘা,পুড়তে থাকা চুল
উড়ে যাওয়া আঙ্গুল, পুষ্পিত চোখের মণি
স্বপ্ন দেখতে দেখতে হারিয়ে যায় একটা শহর
ধ্বংস-ত্রস্ত পৃথিবীর নিঃশ্বাসে কালো
বিষ ধোঁয়ার কুণ্ডলী পাক খায় –
সার সার মৃতদেহ পড়ে থাকে
ঘুমন্ত বাড়ির মতো …
বেরিয়ে আসে আমেরিকার লম্বা টিকটিকি জিভ
নাজিম হিকমতের কবিতার ছায়া
জাপানের প্রতিটি বারান্দায়
হিরোশিমার ডায়েরি লিখতে লিখতে
সভ্যতার কঙ্কালদৃশ্য, চাপা আর্তনাদের
বিকলাঙ্গ ধ্বনি ভেসে আসে
এসব ছবি আঁকতে আঁকতে হয়ত
৬ই জুলাই সকালে আটকে গেছে
কোনো চিত্রকরের তুলি…
ওপেনহাইমার পরমাণু গ্রাস করে– স্কুল,কলেজ
বৌদ্ধিক উপাসনালয়
পোষা কুকুরের বিচ্ছিন্ন দেহ, রাষ্ট্রিক চেতনা
সমস্ত শব্দ থেমে যায় উড়ন্ত ঈগলের
দগ্ধ ডানার দিকে চেয়ে…
প্রতীতিতে বারবার, জেগে উঠে
অলীক দ্বীপের মতো ডুবে যায় হিরোশিমা।
Comments :0